অবিশ্বাস্য হলেও সত্যি এক দেহে দুই মুখ,চার চোখ বিশিষ্ট অদ্ভূত দর্শন সদ্যোজাত ছাগল শাবককে ঘিরে হই চই কান্ড ধূপগুড়িতে। মঙ্গলবার ভোরে এই অদ্ভুত দর্শন ছাগল শাবক জন্ম নিয়েছে ধূপগুড়ি ব্লকের দক্ষিণ আলতাগ্রামের জিগার ডাঙা এলাকার বাসিন্দা সহিদুল রহমানের বাড়িতে। আর এই বিরল দর্শন ছাগল শাবককে দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ। জানা গিয়েছে, সহিদুল রহমানের পোষ্য মা ছাগলটি এদিন ভোর নাগাদ দুটি ছাগল শাবক প্রসব করে।
যার মধ্যে প্রথমে জন্মগ্রহণ করা ছাগল শাবকটি সম্পূর্ণ স্বাভাবিক থাকলেও অপর শাবকটির ক্ষেত্রে অদ্ভূত দর্শন অঙ্গ গঠন লক্ষ্য করা গেছে। দেখা যায়,দ্বিতীয় শাবকটির দেহে দুটি মুখ রয়েছে এবং চারটি চোখ রয়েছে। অদ্ভূত দর্শন ছাগল শাবকের কথা চাউর হতেই ওই বাড়িতে ভিড় জমায় প্রচুর মানুষ। বর্তমানে মা ছাগলটি সহ দুটি শাবক সম্পূর্ণ সুস্থ রয়েছে।ছাগল শাবকের মালিক সহিদুল রহমান জানিয়েছেন, ‘এটা আল্লাহর অলৌকিক ব্যাপার।
আরও পড়ুন – ডাউন কল্যানী লোকালে ছাত্র পরিষদের ছেলেদের সঙ্গে ট্রেন যাত্রিদের প্রথমে বসচা,পরে ঝামেলা
উল্লেখ্য, অবিশ্বাস্য হলেও সত্যি এক দেহে দুই মুখ,চার চোখ বিশিষ্ট অদ্ভূত দর্শন সদ্যোজাত ছাগল শাবককে ঘিরে হই চই কান্ড ধূপগুড়িতে। মঙ্গলবার ভোরে এই অদ্ভুত দর্শন ছাগল শাবক জন্ম নিয়েছে ধূপগুড়ি ব্লকের দক্ষিণ আলতাগ্রামের জিগার ডাঙা এলাকার বাসিন্দা সহিদুল রহমানের বাড়িতে। আর এই বিরল দর্শন ছাগল শাবককে দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ। জানা গিয়েছে, সহিদুল রহমানের পোষ্য মা ছাগলটি এদিন ভোর নাগাদ দুটি ছাগল শাবক প্রসব করে।
যার মধ্যে প্রথমে জন্মগ্রহণ করা ছাগল শাবকটি সম্পূর্ণ স্বাভাবিক থাকলেও অপর শাবকটির ক্ষেত্রে অদ্ভূত দর্শন অঙ্গ গঠন লক্ষ্য করা গেছে। দেখা যায়,দ্বিতীয় শাবকটির দেহে দুটি মুখ রয়েছে এবং চারটি চোখ রয়েছে। অদ্ভূত দর্শন ছাগল শাবকের কথা চাউর হতেই ওই বাড়িতে ভিড় জমায় প্রচুর মানুষ। বর্তমানে মা ছাগলটি সহ দুটি শাবক সম্পূর্ণ সুস্থ রয়েছে।ছাগল শাবকের মালিক সহিদুল রহমান জানিয়েছেন, ‘এটা আল্লাহর অলৌকিক ব্যাপার।