মানিকচকের ৭৫ ফুট উচ্চতার প্যান্ডেলের জগদ্ধাত্রী পুজো

মানিকচকের ৭৫ ফুট উচ্চতার প্যান্ডেলের জগদ্ধাত্রী পুজো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মানিকচকের ৭৫ ফুট উচ্চতার প্যান্ডেলের জগদ্ধাত্রী পুজো। মালদহ জেলার মানিকচক ব্লকের মথুরাপুর ইউনাটেড ইয়ংস ক্লাব এবারে জগদ্ধাত্রী পূজার আয়োজন করল অন্যভাবে। প্রতিমা থেকে পূজা মন্ডপ সব জায়গায় জাতীয় পতাকার তিরঙ্গা তুলে ধরলেন পুজো উদ্যোক্তারা। দেশের ৭৫ তম স্বাধীনতাকে সামনে রেখে জাতীয় পতাকার আদলে মন্ডপ সাজিয়ে তুলেছে পূজা উদ্যোক্তারা। এই বছর প্যান্ডেলের উচ্চতাও রয়েছে ৭৫ ফিট।পাশাপাশি প্রতিমাতেও তিন রঙের ছোঁয়া রয়েছে।

 

মানিকচক ব্লকের অন্যতম বড় জগদ্ধাত্রী পুজো মথুরাপুর ইউনাইটেড ইয়ংস ক্লাবের পূজা। ক্লাব কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে, এবছর তাদের পূজার বাজেট সাড়ে তিন লক্ষ টাকা। প্রতিবছরের নেই এবছরের পুজোতে বিশেষ আকর্ষণ রয়েছে পূজা মন্ডপ থেকে আলোকসজ্জা। অত্যাধুনিক আলোক শয্যায় সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকা। জাতীয় পতাকার তিন রঙের আদলে রয়েছে মন্ডপ সজ্জা।

 

অন্যদিকে পুজোকে কেন্দ্র করে এই বছর থাকছে বিশাল নরনারায়ন সেবার অনুষ্ঠান। কয়েক হাজার মানুষ এই নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। পাশাপাশি পুজোকে কেন্দ্র করে চার দিন থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্রা অনুষ্ঠান এবং সামাজিক অনুষ্ঠান।পুজোকে কেন্দ্র করে মানিকচক থানার পুলিশ প্রশাসন সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন – জগদীশ নগরে সৌরবিদ্যুৎ পরিচালিত জলের পাইপের উদ্বোধন করলেন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার

উল্লেখ্য, মালদহ জেলার মানিকচক ব্লকের মথুরাপুর ইউনাটেড ইয়ংস ক্লাব এবারে জগদ্ধাত্রী পূজার আয়োজন করল অন্যভাবে। প্রতিমা থেকে পূজা মন্ডপ সব জায়গায় জাতীয় পতাকার তিরঙ্গা তুলে ধরলেন পুজো উদ্যোক্তারা। দেশের ৭৫ তম স্বাধীনতাকে সামনে রেখে জাতীয় পতাকার আদলে মন্ডপ সাজিয়ে তুলেছে পূজা উদ্যোক্তারা। এই বছর প্যান্ডেলের উচ্চতাও রয়েছে ৭৫ ফিট।

 

পাশাপাশি প্রতিমাতেও তিন রঙের ছোঁয়া রয়েছে। মানিকচক ব্লকের অন্যতম বড় জগদ্ধাত্রী পুজো মথুরাপুর ইউনাইটেড ইয়ংস ক্লাবের পূজা। ক্লাব কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে, এবছর তাদের পূজার বাজেট সাড়ে তিন লক্ষ টাকা। প্রতিবছরের নেই এবছরের পুজোতে বিশেষ আকর্ষণ রয়েছে পূজা মন্ডপ থেকে আলোকসজ্জা। অত্যাধুনিক আলোক শয্যায় সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকা। ৭৫ ফুট

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top