নতুন বছরের শুরুতেই শিলিগুড়িতে খোলা হবে সুইমিং পুল। নতুন বছরের শুরুতেই করোনা কালে বন্ধ থাকা শিলিগুড়ি বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুল ফের হতে চালু হতে চলেছে। বৃহস্পতিবার সুইমিংপুলের চাবি তুলে দিলেন পুর নিগমের মেয়র গৌতম।মেয়র জানান, শহরবাসীদের বহুদিনের চাহিদা ও দাবি অনুযায়ী আগামী বছরের শুরুতে ফের শুরু হতে চলেছে শিলিগুড়ি র সুইমিং পুলটি।
দায়িত্ব পেয়ে আনন্দ ব্যানার্জি জানান,পুর এলাকা ছাড়াও পার্শ্ববর্তী এলাকার বহু ক্রীড়া প্রেমী মানুষজন এই সুইমিং পুলটিতে আসেন। এখানে মেয়েদের জন্য সুইমিং পুলের উপরে সেডের ব্যবস্থা করা হবে বলে । সুইমিং পুল খোলায় স্বাভাবিকভাবেই খুশি শিলিগুড়ির সাঁতার পিপাসু ক্রীড়া প্রেমী মানুষজন।
উল্লেখ্য,প্রয়াত মেয়র বিকাশ ঘোষের নামাঙ্কিত সুইমিং পুলটি অতিমারির কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল।পুনরায় তা চালু হবে আগামী পহেলা জানুয়ারি ২০২৩ থেকে বলে জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।এই সুইমিং পুলটি পরিচালনার দায়িত্বে রয়েছেন স্বপন দাস ও জয়ন্ত ব্যানার্জি।
আরও পড়ুন – বিএসএফের উদ্যোগে সীমান্তবর্তী এলাকায় শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই করোনা কালে বন্ধ থাকা শিলিগুড়ি বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুল ফের হতে চালু হতে চলেছে। বৃহস্পতিবার সুইমিংপুলের চাবি তুলে দিলেন পুর নিগমের মেয়র গৌতম।মেয়র জানান, শহরবাসীদের বহুদিনের চাহিদা ও দাবি অনুযায়ী আগামী বছরের শুরুতে ফের শুরু হতে চলেছে শিলিগুড়ি র সুইমিং পুলটি।
দায়িত্ব পেয়ে আনন্দ ব্যানার্জি জানান,পুর এলাকা ছাড়াও পার্শ্ববর্তী এলাকার বহু ক্রীড়া প্রেমী মানুষজন এই সুইমিং পুলটিতে আসেন। এখানে মেয়েদের জন্য সুইমিং পুলের উপরে সেডের ব্যবস্থা করা হবে বলে । সুইমিং পুল খোলায় স্বাভাবিকভাবেই খুশি শিলিগুড়ির সাঁতার পিপাসু ক্রীড়া প্রেমী মানুষজন।
উল্লেখ্য,প্রয়াত মেয়র বিকাশ ঘোষের নামাঙ্কিত সুইমিং পুলটি অতিমারির কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল।পুনরায় তা চালু হবে আগামী পহেলা জানুয়ারি ২০২৩ থেকে বলে জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।এই সুইমিং পুলটি পরিচালনার দায়িত্বে রয়েছেন স্বপন দাস ও জয়ন্ত ব্যানার্জি।