ফেসবুকে যৌন মজা করতে দেখা যাচ্ছে শ্রীলেখা মিত্রকে। বেশ কিছুদিন ধরেই ফেসবুকে যৌন মজা করতে দেখা যাচ্ছে শ্রীলেখা মিত্রকে। সোশ্যাল মিডিয়ার বন্ধুরা ব্যাপারটা বেশ উপভোগও করছেন। রবিবার দুপুরে ড্রাইভার খুঁজতে ফেসবুকের বন্ধুদেরই দ্বারস্থ হলেন তিনি। আজ দু দুটো বিয়েবাড়ির নিমন্ত্রণ, আর আজই ডুবিয়ে দিয়েছে তাঁর ড্রাইভার ! শ্রীলেখা ফেসবুকে লিখলেন, ‘বহুদিন বাদে আজ বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি, তাও আবার দু দুটো এবং দুটোতেই যাওয়া চাই। প্রথমত মাসি যিনি আমাদের সঙ্গে আছেন ১৬ বছরের বেশি সময় ধরে তাঁর নাতনির বিয়ে… যেতেই হবে।
ত্বিতীয়তা হল অনেক মেয়েকে চোখের জলে ভাসিয়ে শতরূপ ঘোষ বিয়ে করছেন। সেখানে না গেলে ভবিষ্যতে ট্রোলারসদের কনটেন্টে ঘাটতি পড়বে। অতএব সেখানেও হাজিরা দিতে হবে।’ এবার আসল সমস্যার কথা লিখলেন ‘এবং ছাদ’ অভিনেত্রী। জানালেন, ‘এবার আসছে লাখ টাকার প্রশ্ন। আমার ড্রাইভার আজ খুব ব্যস্ত। কেউ ড্রাইভার যোগাড় করে দিতে পারবে আমায়?’ আরেকটা অপশনও দিয়েছেন, ‘চাইলে তুমি বা আপনিও ভলেন্টিয়ার করতে পারেন।’
আরও পড়ুন – তৃণমূলের কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
প্রসঙ্গত, আজই বিয়ে সিপিআইএমের যুবনেতা শতরূপ ঘোষের। দীর্ঘদিনের বান্ধবী পহেলী সাহাকে বিয়ে করছেন তিনি। রুবির কাছে বিকেলে বসবে বিয়ের আসর। আইনি বিয়েই করছেন তিনি। পহেলী আশুতোষ কলেজের ছাত্রী ছিলেন। আর সেখান থেকেই দুজনের আলাপ ও প্রেম। পহেলী কলকাতার একটি জনপ্রিয় প্রোযোজনা সংস্থায় জনসংযোগের কাজ করেন। বাম মিছিলেও দেখা মেলে তাঁর।আর শ্রীলেখার এই ধরনের পোস্ট নতুন কিছু নয়। এই তো দিন দুই আগে কলা হাতে নিয়ে একটা পোস্ট করেছিলেন। ফেসবুকে যৌন