হাম ও রুবেলা টিকাকরন অভিযান

হাম ও রুবেলা টিকাকরন অভিযান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হাম ও রুবেলা টিকাকরন অভিযান । হাম ও রুবেলা টিকা করন অভিযানে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় । সোমবার চোপড়া ব্লকের মাঝিয়ালী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় হাম ও রুবেলার টিকাকরণ শিবির । এ দিনের টিকা করন অভিযান সফল করতে ইতিমধ্যেই বিদ্যালয়ের অভিভাবক অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক দুটি সভা করা হয় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হায়দার আলী ।

 

তিনি আরও জানান, ভীষণ উৎসাহের সাথে সকাল দশটার মধ্যে স্কুলে উপস্থিত হন বিদ্যালয়ের অভিভাবক এবং ছাত্র ছাত্রীরা । ভ্যাকসিন নেওয়ার উৎসাহ যোগাতে ছাত্র-ছাত্রীদের দেওয়া হয় চকলেট ও বেলুন । টিকা করন অভিযানে উপস্থিত ছিলেন এলাকার এন এম এ আশা কর্মী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যা রিনা সিংহ ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাগন । এদিন মোট ২০৫ জনকে হাম ও রুবেলার ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানা যায় ।

আরও পড়ুন – নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় কেউ জীবিত নেই

উল্লেখ্য, হাম ও রুবেলা টিকা করন অভিযানে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় । সোমবার চোপড়া ব্লকের মাঝিয়ালী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় হাম ও রুবেলার টিকাকরণ শিবির । এ দিনের টিকা করন অভিযান সফল করতে ইতিমধ্যেই বিদ্যালয়ের অভিভাবক অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক দুটি সভা করা হয় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হায়দার আলী ।

 

তিনি আরও জানান, ভীষণ উৎসাহের সাথে সকাল দশটার মধ্যে স্কুলে উপস্থিত হন বিদ্যালয়ের অভিভাবক এবং ছাত্র ছাত্রীরা । ভ্যাকসিন নেওয়ার উৎসাহ যোগাতে ছাত্র-ছাত্রীদের দেওয়া হয় চকলেট ও বেলুন । টিকা করন অভিযানে উপস্থিত ছিলেন এলাকার এন এম এ আশা কর্মী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যা রিনা সিংহ ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাগন । এদিন মোট ২০৫ জনকে হাম ও রুবেলার ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানা যায় ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top