বাঘের লেজ টেনে, লাঠি দিয়ে পেটে খোঁচা মেরে উত্ত্যক্ত! তারপর ঘটলো ভয়ানক ঘটনা,

বাঘের লেজ টেনে, লাঠি দিয়ে পেটে খোঁচা মেরে উত্ত্যক্ত! তারপর ঘটলো ভয়ানক ঘটনা,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বাঘের লেজ টেনে, লাঠি দিয়ে পেটে খোঁচা মেরে উত্ত্যক্ত! তারপর ঘটলো ভয়ানক ঘটনা,মহারাষ্ট্রের জলগাঁও জেলার চিরিয়া ফরেস্ট রেঞ্জ থেকে বাঘটি ১০০ কিলোমিটার পথ সফর করে মধ্যপ্রদেশের অম্বা দোচার এলাকায় ঢুকেছিল বাঘটি। একটি ক্ষেতে বিশ্রাম নিচ্ছিল। শিকার করে এসে ক্ষেতের মধ্যে বিশ্রাম নিচ্ছিল একটি বাঘ। লেজ টেনে, লাঠি দিয়ে পেটে খোঁচা মেরে সেটিকে উত্ত্যক্ত করছিলেন এক কৃষক। তার পর আচমকাই কৃষকের ঘাড়ে লাফ মেরে থাবা বসিয়ে দেয় সেটি। টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কোনও রকমে বাঘের কবল থেকে নিজেকে মুক্ত করেন। কিন্তু গুরুতর জখম হন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খারগোন জেলার কুশিয়ালা গ্রামে।

 

 

 

কিন্তু গ্রামবাসীরাও নাছোড়। বাঘের পিছু পিছু কয়েক জন ধাওয়া করেন। ১০-১২ কিলোমিটার যাওয়ার পর আবার একটি ক্ষেতে গিয়ে আশ্রয় নেয় সেটি। তখন সন্তোষ বাঘের কাছে এগিয়ে যান। লেজ ধরে আলতো করে টান দেন। বাঘ নিরুত্তাপ থাকায়, এ বার লাঠি দিয়ে লেজের মধ্যে আলতো ভাবে মারেন। তার পর বাঘের পেটে খোঁচা দিতেই সন্তোষের ঘাড়ে লাফ মারে বাঘটি। ঘাড়ে থাবা বসিয়ে দেয়। কামড় মেরে সন্তোষকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু কোনও রকমে নিজেকে মুক্ত করে পালান। প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল তাঁর ঘাড় থেকে। গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার মৃত্যু হয় সন্তোষের।

 

 

আরও পড়ুন – মোহর-দুর্নিবারের বিয়ের শুভেচ্ছা জানিয়ে কেন ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ?

 

মৃত কৃষকের নাম সন্তোষ। বন দফতর সূত্রে খবর, মহারাষ্ট্রের জলগাঁও জেলার চিরিয়া ফরেস্ট রেঞ্জ থেকে বাঘটি ১০০ কিলোমিটার পথ সফর করে মধ্যপ্রদেশের অম্বা দোচার এলাকায় ঢোকে। গ্রামের একটি ক্ষেতে বাঘটি বিশ্রাম নিচ্ছিল। বাঘ দেখে উৎসাহী গ্রামবাসীরা ভিড় জমান। বাঘের খবর পেয়ে বনকর্মীরাও যান গ্রামে। গ্রামবাসীদের ভিড় সরানোর সময় তাঁর উপর হামলা চালায় বাঘটি। কোনও রকমে লাঠি দিয়ে নিজেকে বাঁচান। এর পর বাঘটি গ্রাম ছেড়ে পালায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top