আদিবাসী সম্প্রদায়ের বিদু চাঁদান বঙ্গা বুরু পুজো। সরস্বতী পুজোর মতই আদিবাসী সম্প্রদায়ের পূজিত হল বিদু চাঁদান বঙ্গা বুরু।আদিবাসী অধ্যুষিত এলাকায় হবিবপুর থানার অন্তর্গত উপরকেন্দুয়া এলাকায় আদিবাসী সমাজের বিদু চাঁদান বঙ্গা বুরু পুঁজিকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায়।জানা গিয়েছে,আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছেন যেমন হিন্দু সমাজে বিদ্যাদেবী সরস্বতী ঠাকুরকে পুজো করা হয় তেমনি আদিবাসী সম্প্রদায় মানুষ বিদু চাঁদান বঙ্গা বুরু নামে দেবতা কে আদিবাসী সম্প্রদায়ের মানুষ জ্ঞান দেবতা বলে মানেন তাই পুরনো রীতি মেনেই এদিন হবিবপুর ব্লকের আইহো উপর কেন্দুয়া গ্রামে পূজিত হল বিদু চাঁদান বঙ্গা বুরু।
সকলে ফলমূল সহ বিভিন্ন সামগ্রী নিয়ে এসে আদিবাসী ভাষায় ধামসা মাদল বাজিয়ে আদিবাসী মহিলারা লাল পাড় শাড়ি পড়ে এই পুজোতে যোগদান করেন বিভিন্ন রীতি মেনেই পুজো বিভিন্ন রীতি মেনেই মঙ্গলবার দুপুরে এ পূজা সম্পন্ন করা হয়।বহু বছর ধরে এইপুজো করে আছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ করে আসছেন।এতে গ্রামবাসীরাও সবাই খুশি।
আরও পড়ুন – ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘ভোলা’ সিনেমার দ্বিতীয় পর্বের টিজার।
উল্লেখ্য, সরস্বতী পুজোর মতই আদিবাসী সম্প্রদায়ের পূজিত হল বিদু চাঁদান বঙ্গা বুরু।আদিবাসী অধ্যুষিত এলাকায় হবিবপুর থানার অন্তর্গত উপরকেন্দুয়া এলাকায় আদিবাসী সমাজের বিদু চাঁদান বঙ্গা বুরু পুঁজিকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায়।জানা গিয়েছে,আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছেন যেমন হিন্দু সমাজে বিদ্যাদেবী সরস্বতী ঠাকুরকে পুজো করা হয় তেমনি আদিবাসী সম্প্রদায় মানুষ বিদু চাঁদান বঙ্গা বুরু নামে দেবতা কে আদিবাসী সম্প্রদায়ের মানুষ জ্ঞান দেবতা বলে মানেন তাই পুরনো রীতি মেনেই এদিন হবিবপুর ব্লকের আইহো উপর কেন্দুয়া গ্রামে পূজিত হল বিদু চাঁদান বঙ্গা বুরু।
সকলে ফলমূল সহ বিভিন্ন সামগ্রী নিয়ে এসে আদিবাসী ভাষায় ধামসা মাদল বাজিয়ে আদিবাসী মহিলারা লাল পাড় শাড়ি পড়ে এই পুজোতে যোগদান করেন বিভিন্ন রীতি মেনেই পুজো বিভিন্ন রীতি মেনেই মঙ্গলবার দুপুরে এ পূজা সম্পন্ন করা হয়।বহু বছর ধরে এইপুজো করে আছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ করে আসছেন।এতে গ্রামবাসীরাও সবাই খুশি।