কলকাতা – ছুটি কাটাতে গিয়ে ওড়িশার পুরীর সমুদ্র সৈকতে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী অর্পিতা গঙ্গোপাধ্যায়। ওয়াটার স্পোর্টসের সময় তাঁদের স্পিডবোটটি দুর্ঘটনাবশত ডুবে যায়, তবে সৌভাগ্যবশত উভয়েই অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
জানা গেছে, স্পিডবোটটি সমুদ্রের উত্তাল ঢেউয়ের ধাক্কায় হঠাৎই উল্টে যায়। সঙ্গে সঙ্গে রাবারের ভাসমান সরঞ্জামের সাহায্যে বোটের আরোহীদের উদ্ধার করেন ওয়াটার স্পোর্টস কর্তৃপক্ষ। স্নেহাশিষ ও অর্পিতার সঙ্গে আরও কিছু পর্যটকও বোটে ছিলেন।
অর্পিতা গঙ্গোপাধ্যায় পরে অভিযোগ করেন, “নৌকাটির ধারণক্ষমতা ছিল ১০ জনের, কিন্তু তারা মাত্র ৩-৪ জনকে উঠতে দেয় — টাকার লোভে।” তিনি আরও বলেন, “সমুদ্র তখন ছিল উত্তাল। দিনের শেষ বোট ছিল এটি। আমরা কিছুটা আশঙ্কা প্রকাশ করেছিলাম, কিন্তু অপারেটররা আমাদের আশ্বস্ত করে যে কোনও সমস্যা হবে না।”
এই ঘটনায় ওয়াটার স্পোর্টস পরিচালনায় গাফিলতির অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সৌভাগ্যবশত, কেউ গুরুতরভাবে আহত হননি, তবে এই ঘটনা পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।
