প্রদীপ জ্বালানোর রয়েছে সঠিক দিক ও নিয়ম! বিভিন্ন গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে,জেনে নিন….

প্রদীপ জ্বালানোর রয়েছে সঠিক দিক ও নিয়ম! বিভিন্ন গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে,জেনে নিন….

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

প্রদীপ জ্বালানোর রয়েছে সঠিক দিক ও নিয়ম! বিভিন্ন গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে,জেনে নিন…কথিত আছে, প্রদীপ জ্বালিয়ে পুজো করলে ভক্তরা পুজোর পূর্ণ ফল পায় না। হিন্দুধর্মে, প্রতিদিন সকালে ও সন্ধ্যের সময় ভগবানের সামনে প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে। কথিত আছে, প্রদীপ জ্বালালে ঘরে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়। শুধু তাই নয়, সঠিক দিকে প্রদীপ জ্বালালে মানুষের ভাগ্যও উজ্জ্বল হয়।হিন্দুধর্মে পুজোর সময় প্রদীপ জ্বালানোর বিভিন্ন গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। কথিত আছে,প্রদীপ জ্বালিয়ে পুজো করলে ভক্তরা পুজোর পূর্ণ ফল পান না।একই সময়ে, ভগবানকে খাবার দেওয়ার আগে অবশ্যই প্রদীপ জ্বালানো হয়।শাস্ত্রে প্রদীপ জ্বালানোর কিছু নিয়ম বলা হয়েছে, যা মেনে চললে ঘরে ইতিবাচক শক্তি বাস করে। এর সঙ্গে নেতিবাচক শক্তি দূর হয়। প্রদীপ জ্বালানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, তা জেনে নিন এখানে…

 

 

 

 

 

 

প্রদীপ জ্বালানোর সময় কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন…

– শাস্ত্রে মন্দিরে প্রদীপ রাখার সঠিক দিক,সেই অনুসারে বাড়ির পশ্চিম দিকে প্রদীপ রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। পশ্চিম দিকে স্থাপিত প্রদীপ ঘরে ইতিবাচকতা নিয়ে আসে,যার ফলে সুখ ও সমৃদ্ধি থাকে।

– জ্যোতিষশাস্ত্র অনুসারে,ভাঙা প্রদীপ বাড়িতে কখনওই ব্যবহার করা উচিত নয়।প্রদীপ নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে বদলে ফেলুন, ভাঙা প্রদীপ ঘরে অশান্তি,নেতিবাচকতা নিয়ে আসে। এ কারণে পুজোর ফলও পাওয়া যায় না।সেই সঙ্গে আর্থিক সংকটেও পড়তে হতে পারে।

– শাস্ত্র অনুসারে,আপনি যখনই বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালাবেন, তার শিখার বিশেষ যত্ন নিন।প্রদীপের শিখা সবসময় পূর্ব দিকে থাকা উচিত। এতে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে।এর সঙ্গে যারা প্রদীপ জ্বালান,তাদের দীর্ঘায়ু হয়।

 

_জ্যোতিষশাস্ত্র অনুসারে, দক্ষিণ দিকে প্রদীপের শিখা রাখা নিষিদ্ধ। এ দিকে শিখা রাখলে অর্থের ক্ষতি হয়।

 

 

 

আরও পড়ুন –  এ বছর পুজোর কার্নিভাল কবে? দিনক্ষণ ঘোষণা মমতা

 

 

 

 

-শাস্ত্রে প্রদীপ জ্বালানোর পাশাপাশি প্রদীপ বিষয়েও কিছু নিয়ম বলা হয়েছে।ঘিয়ের প্রদীপ জ্বালানোর সময় শুধুমাত্র ফুলের বাতি ব্যবহার করতে হবে।তেলের বাতি জ্বালানোর সময় লম্বা বাতি ব্যবহার করুন।মনে রাখতে হবে পুজোর সময় তেলের প্রদীপ সবসময় ডান দিকে ও ঘিয়ের প্রদীপ সবসময় বাম দিকে রাখতে হবে।

 

 

(সব খবর ,ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top