
নিজস্ব সংবাদদাতা,বারাসাত,২২ শে জুন :ফের উত্তপ্ত আমডাঙার বইছগাছিয়া দঃ পাড়ায় বিজেপি কর্মী কে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করে শাসক দল এলাকায় উত্তেজনা পুলিশ গাড়ি ভাঙচুর ।
গত কাল সন্ধ্যায় বিজিপি কর্মী নাজিবুর করিম ওরফে আকবার বইছগাছিয়া পুরাতন বাজারে ঔষধ কিনতে গেলে শাসক দলের কর্মী রাকেশ পিয়াদা চেলাকাট দিয়ে মারধর করে আশঙ্কাজনক অবস্থায় বারাসাত জেলা হাসপাতাল তার পর আর জি কর হাসপাতালে মৃত্যু হয় । নাজিবুরের বাবার দাবি আমরা সিপিএম করতাম সাত মাস বাড়ি ছাড়া ছিলাম এখন বিজেপি করি দু মাস আগে বাড়ি ফিরেছি গতকাল সন্ধ্যায় বিজেপি করি বলে শাসক দল আমার ছেলেকে পিটিয়ে খুন করেছে । পুলিশ গেলে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে এলাকায় উত্তেজনা



















