এই শুক্কুরে শনি কোথায়? জানুন আজকের রাশিফল

এই শুক্কুরে শনি কোথায়? জানুন আজকের রাশিফল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মেষ
গুজবে খবরদার কান দেবেন না। আপনার মাটির মানুষ ইমেজটা ধরে রাখুন। লোকে আপনায় নিয়ে ঠাট্টা মশকরা করলেও পাত্তাই দেবেন না। হালকা ভাবে নিন তা। চাকুরি ক্ষেত্রে কম পরিশ্রমে উদ্দেশ্য চরিতার্থ হতে পারে। উপার্জন ভাগ্য শুভ। ব্যবসা ক্ষেত্রে তেমন সমস্যা না থাকলেও মুনাফা তেমন হবে না। প্রেমের ক্ষেত্রে মানসিক চাপে অস্থির বোধ করবেন, তবে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই।

বৃষ
আজ ব্যবসায় কোনও শুভ খবর আসতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে ক্লান্তি। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমে আঘাত পাওয়ার আশঙ্কা। সমাজের জন্য কিছু করার ফলে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। দুপুরের পরে ব্যবসায় চাহিদা বাড়তে পারে।

মিথুন
বাড়িতে হঠাৎ প্রচুর অতিথি সমাগম হতে পারে। নিম্নবিদ্যার জন্য সময়টা খুব উপযুক্ত। চাকরিজীবীদের জন্য সময়টা অনুকূল। আজ আপনার সঙ্গে ভাল কিছু হতে পারে। আজ সারা দিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে। সন্তানদের ভাল কিছু খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। হজমের গণ্ডগোল হতে পারে। রাস্তাঘাটে কোনও সমস্যা হতে পারে।

কর্কট
প্রেমের ক্ষেত্রে প্রস্তাব আসবে তবে সঙ্গী নির্বাচনে সতর্ক না হলে বিপদের সম্ভাবনা রয়েছে। দীর্ঘকাল ধরে যে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, আচমকা একটা সমাধান পেতে পারেন আজ। সারা দিনে যা কাজ করবেন, নিজেই সে সবে নেতৃত্ব দেবেন বলে মনে হচ্ছে। উপার্জন ভাগ্য শুভ। খরচ হবে আবার সঞ্চয়ও হবে।

সিংহ
ব্যবসা ক্ষেত্রে মুনাফা হবে। সামনের দুটো দিনে আপনার জন্য প্রচুর সুযোগ আসতে চলেছে। আপনার নেপচুনের প্রভাব কিন্তু নেপোলিয়ন বোনাপার্টের চেয়েও বেশি শক্তিশালী। কাজের জায়গায় মিথ্যা অপবাদ হতে পারে। চাকুরি ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পয়সা আসবে খরচও হবে। খরচে নিয়ন্ত্রণ না করতে পারলে সমস্যা বাড়বে।

কন্যা
অন্যায় বহুদিন ধরে সহ্য করে চলেছেন, এবার সময় এসছে প্রতিবাদ করার। প্রতিবাদ করার সময় এসেছে। কাজের জন্য সন্তান নিয়ে দূরে যেতে হবে। কোনও বড় ভুল পিতার জন্য সামলে নেবেন। বাড়িতে কোনও আনন্দ বহুল পরিবেশ হতে পারে। মধ্য ভাগে বাড়িতে পূজা পাঠের জন্য আলোচনা হতে পারে। অভিযোগ জানানোর মতো পরিস্থিতি এলে তা জানান।

তুলা
আপনার জীবনে বিগত কিছুদিন ধরে ব্যালেন্সের অভাব হচ্ছে। দু’দিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি। শরীর নিয়ে সমস্যা রয়েছে। সর্দিজ্বরে আক্রান্ত হতে পারেন। চলাফেরায় সতর্কতা প্রয়োজন। নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন।

বৃশ্চিক
আপনার সারা দিনের হাল হকিকত বেশ ফুরফুরে মনে হচ্ছে। তবে সম্মানহানি যোগ রয়েছে। সব কাজেই সাফল্য আসবে। তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে। শরীর তেমন একটা ভাল যাবে না। মানসিক চিন্তা থাকবে। তাছাড়া শর্করা ও উচ্চরক্তচাপ জনিত রোগে কষ্ট পাবেন। কিন্তু তা সাময়িক।

মকর
আপনার যা কিছু সীমাবদ্ধতা, স্বীকার করে নিতে চাইছেন না, তাই কেউ পরামর্শ দিলে বিরক্ত হচ্ছেন। কেউ আপনাকে সাহায্য করলে তা আখেরে আপনার জন্য ভালোই হবে। বাসস্থান কেনাবেচার পরিকল্পনা না করাই ভাল। স্বামী, স্ত্রীর মধ্যে কোনও কারণে কলহ বাঁধতে পারে। বড় কোনও আঘাত থেকে সাবধান। কাউকে উপকার করতে গিয়ে আপনার ক্ষতি হতে পারে।

কুম্ভ
কর্মস্থানে আপনি সহকর্মীর হিংসার জন্য বিপদে পড়তে পারেন। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভাল নয়। চিকিৎসার জন্য খরচ হতে পারে। ভাল কাজ করে মনে উৎফুল্লতা। আজ মায়ের কাছ থেকে বিশেষ কোনও সাহায্য পেতে পারেন। ঘরে বাইরে দায়িত্বের চাপে মানসিক ক্লেশ। কোনও দিক থেকে শুভ যোগাযোগ আসতে পারে। গুরু সেবা করুন, ভাল ফল পাবেন। পায়ের যন্ত্রণা বাড়তে পারে।

মীন
ব্যক্তিত্বের সংঘাত হবেই। তবে ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না। তাতে ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই ঝামেলা বাড়তে পারে। উপার্জন ভাগ্য মন্দ নয়। খরচ হবে, সঞ্চয়ও হবে কিছু। ব্যবসা ক্ষেত্রে নানা যোগাযোগ বাড়বে। ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে। কোনও অশান্তিপ্রবণ কাজ না করাই ভাল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top