নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং, ১০ ডিসেম্বর, পশ্চিমবঙ্গের বর্তমান যা অবস্থা রয়েছে তাতে রাষ্ট্রপতি শাসন জারি করা প্রয়েজন, শুক্রবার সকাল সকাল চা পে আড্ডা দিতে গিয়ে ডাবগ্রাম এলাকাতে দার্জিলিং-এর সাংসদ রাজুবিস্ত এমন কোথায় বলেন।
এদিন ডাবগ্রাম মাঠের পাশে চায়ের দোকানে চা পান করতে করতে বিভিন্ন সমস্যা নিয়ে দলীয় কর্মীদের সাথে কথা বলেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ত।এরপর প্রাতভ্রমনে আসা স্থানীয় সাধারণ মানুষদের এনআরসি, সিএএ ও এপিআর কেন প্রয়োজন তা বোঝান তিনি।প্রচারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, পশ্চিমবঙ্গ এখন সমস্যার পাহাড় হয়ে দাড়িয়েছে। যে ভাবে রাষ্টিয় সম্পত্তি ভাঙ্গা হচ্ছে, হিংসার আগুন চারিদিকে জ্বলছে তা দেখেও পুলিশ প্রশাসন চুপ করে বসে আছে। পশ্চিমবঙ্গের ডেমোক্রেসিকে টচ লাইট দিয়ে খুজে বার করতে হচ্ছে। এই পরিস্থিতির জন্য তিনি মনে করেন রাষ্ট্রপতিকে বিশেষ ধ্যান দেওয়া উচিত পশ্চিমবঙ্গে এবং শান্তি ও সম্পৃতি ও ডেমোক্রেসি ফিরিয়ে আনতে অবিলম্বে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত।