এখন থেকে ধূপগুড়িতে জানা যাবে বায়ু দূষনের মাত্রা। সময়ের সঙ্গে সঙ্গে বাতাসে বিভিন্ন দূষনের মাত্রা বাড়ছে।এই মুহুর্তে ধূপগুড়িতেই জানা যাবে বায়ু দূষনের মাত্রা, এমনকি জানা যাবে শব্দ দূষন এবং আপেক্ষিক আর্দ্রতা সর্ম্পকে বিভিন্ন তথ্য।প্রায় ১১৫ বর্গ কিলোমিটার জুড়ে কাজ করবে একটি সেন্সর। যা বসানো হচ্ছে ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ে। প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে বসানো হলো বিশেষ সেন্সর।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে ৫২ টি কলেজের মধ্যে এই প্রথম বসানো হল বিশেষ সেন্সর। প্রায় কুড়ি লক্ষ টাকা খরচ করে বসানো হয় এই সেন্সর। কি কাজ করবে এই বিশেষ সেন্সর ? এই প্রশ্নের উত্তরে ধুপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয় এর অধ্যক্ষ নীলাংশু শেখর দাস জানান, ছাত্র ছাত্রীদের সুবির্ধাথে এই যন্ত্র বসানো হচ্ছে।বায়ু এবং শব্দ দূষণের বিভিন্ন তথ্য জানাবে এই যন্ত্র ।
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর সম্পর্ক এবং সহযোগিতায় এই বিশেষ সেন্সর বসানো হয়েছে। এই যন্ত্রের সাহায্যে বাতাসের আপেক্ষিক আদ্রতা সহ দূষণের বিভিন্ন মাত্রার খোঁজখবর পাওয়া যাবে। ধুপগুড়ি থেকে ময়নাগুড়ি,ফালাকাটা সহ প্রায় ১১৫ বর্গ কিলোমিটারের তথ্য দেবে এই সেন্সর। কৃষি সহ, ভূগোলের ছাত্ররা যথেষ্ট উপকৃত হবে এর দ্বারা।
আর ও পড়ুন পথচারীদের নিজের হাতে মাক্স পরালেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন
মহাবিদ্যালযের তিনজন অধ্যাপক এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে বলে জানা যায়।সুকান্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নীলাংশু শেখর দাসের এই প্রয়াসকে স্বাগত জানিয়েছে ধুপগুড়ি বাসিন্দারা। কলেজের অধ্যক্ষের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে ভূগোল নিয়ে পড়া ছাত্রছাত্রীরা।
উল্লেখ্য, এখন থেকে ধূপগুড়িতে জানা যাবে বায়ু দূষনের মাত্রা। সময়ের সঙ্গে সঙ্গে বাতাসে বিভিন্ন দূষনের মাত্রা বাড়ছে।এই মুহুর্তে ধূপগুড়িতেই জানা যাবে বায়ু দূষনের মাত্রা, এমনকি জানা যাবে শব্দ দূষন এবং আপেক্ষিক আর্দ্রতা সর্ম্পকে বিভিন্ন তথ্য।প্রায় ১১৫ বর্গ কিলোমিটার জুড়ে কাজ করবে একটি সেন্সর। যা বসানো হচ্ছে ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ে। প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে বসানো হলো বিশেষ সেন্সর। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে ৫২ টি কলেজের মধ্যে এই প্রথম বসানো হল বিশেষ সেন্সর। প্রায় কুড়ি লক্ষ টাকা খরচ করে বসানো হয় এই সেন্সর। কি কাজ করবে এই বিশেষ সেন্সর ?
এই প্রশ্নের উত্তরে ধুপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয় এর অধ্যক্ষ নীলাংশু শেখর দাস জানান, ছাত্র ছাত্রীদের সুবির্ধাথে এই যন্ত্র বসানো হচ্ছে।বায়ু এবং শব্দ দূষণের বিভিন্ন তথ্য জানাবে এই যন্ত্র । দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর সম্পর্ক এবং সহযোগিতায় এই বিশেষ সেন্সর বসানো হয়েছে। এই যন্ত্রের সাহায্যে বাতাসের আপেক্ষিক আদ্রতা সহ দূষণের বিভিন্ন মাত্রার খোঁজখবর পাওয়া যাবে। ধুপগুড়ি থেকে ময়নাগুড়ি,ফালাকাটা সহ প্রায় ১১৫ বর্গ কিলোমিটারের তথ্য দেবে এই সেন্সর। কৃষি সহ, ভূগোলের ছাত্ররা যথেষ্ট উপকৃত হবে এর দ্বারা।