Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
সারা দেশের নজর আজ পাঁচ রাজ্যে (Five state) ,চলছে ভোট গণনা

সারা দেশের নজর আজ পাঁচ রাজ্যে,চলছে ভোট গণনা

সারা দেশের নজর আজ পাঁচ রাজ্যে,চলছে ভোট গণনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
গণনা

সারা দেশের নজর আজ পাঁচ রাজ্যে,চলছে ভোট গণনা। আজ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল গণনা। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ডের রায় কোন দিকে যায় সেদিকেই নজর গোটা দেশের। এদিকে প্রতিটি গণনা কেন্দ্রের সামনে কড়া নিরাপত্তা। উত্তরপ্রদেশের প্রবণতা:‌ ফের ক্ষমতায় বিজেপি, পাঞ্জাবে ‘‌হাত সাফাই’‌, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করতে চলেছে আপ

 

উত্তরাখণ্ড:‌ ৪১টি আসনে এগিয়ে বিজেপি, ২৪টি আসনে এগিয়ে কংগ্রেস, অন্যান্যরা এগিয়ে ৫টি আসনে

 

মণিপুর:‌ ২৪টি আসনে এগিয়ে বিজেপি, ১৪টিতে এগিয়ে কংগ্রেস, ১১টি আসনে এগিয়ে এনপিপি ও ৪টিতে এগিয়ে এনপিএফ, অন্যান্যরা ৭টিতে

 

পাঞ্জাব:‌ ম্যাজিক ফিগার পেরিয়ে গেল আম আদমি পার্টি, ৭৫টি আসনে এগিয়ে আম আদমি পার্টি, ১৩টিতে এগিয়ে কংগ্রেস, ৮টি আসনে এগিয়ে শিরোমণি অকালি দল, বিজেপি এগিয়ে ৭টি আসনে

 

গোয়া:‌ ১৭টি আসনে এগিয়ে বিজেপি, ১১টি আসনে এগিয়ে কংগ্রেস, ৬টিতে এগিয়ে তৃণমূল-‌এমজিপি জোট, অন্যান্যরা এগিয়ে ৬টি আসনে

 

উত্তরপ্রদেশ:‌ ম্যাজিক ফিগার পেরিয়ে গেল বিজেপি। ২০৩টি আসনে এগিয়ে গেরুয়া শিবির, ১০০টিতে এগিয়ে সমাজবাদী পার্টি, ৫টিতে এগিয়ে বহুজন সমাজবাদী পার্টি, ৪টি আসনে এগিয়ে কংগ্রেস, অন্যান্যরা এগিয়ে ২টি আসনে

 

গোয়া:‌ ১৪টি আসনে এগিয়ে বিজেপি, ১৩টি আসনে এগিয়ে কংগ্রেস, ৭টিতে এগিয়ে তৃণমূল-‌এমজিপি জোট, অন্যান্যরা এগিয়ে ৬টি আসনে।আর মাত্র কয়েক ঘণ্টা।

 

উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরে কোন দল ক্ষমতা দখল করবে অবশেষে তার উত্তর মিলবে। বলা ভাল, লোকসভা ভোটের সেমি-ফাইনাল এই বিধানসভা ভোট। গণনার আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রতিটি গণনা কেন্দ্র।

 

আর ও পড়ুন     হাওড়াতে শুরু হবে ফুল মার্কেট

 

সমস্ত বুথ ফেরত সমীক্ষা আভাস দিয়েছে দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের কুর্সি দখল করতে চলেছেন যোগী আদিত্যনাথ। তবে আসন সংখ্যা  বিভিন্ন সংস্থা বিভিন্ন দেখিয়েছে। বলা ভাল, সমীক্ষা কখনই ধ্রুব সত্য নয়। অনেক সময় আসল ফল হয়েছে বুথ ফেরত সমীক্ষার একদম উল্টো। ভোটবাক্স খুললেই আসল চিত্র বোঝা যাবে। এদিকে উত্তরাখণ্ডে এবারের লড়াই বেশ কিছুটা হাড্ডাহাড্ডি হতে চলেছে। যশপাল আর্য, হরক সিং রাওয়াতের মতো প্রভাবশালী মন্ত্রীরা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করায় বেশ কিছুটা অস্বস্তিতে বিজেপি।

 

অন্যদিকে, পাঞ্জাবে রাজনৈতিক সমীকরণ একেবারেই বদলে যেতে চলেছে বলে প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষা আভাস দিয়েছে। শিরোমণি অকালি দল ও কংগ্রেসকে সাফ করে সেখানে ক্ষমতা দখল করতে পারে কেজরিওয়ালের আপ।বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, গোয়ায় একক সংখ্যাগরিষ্ঠতা কোনও দলই পাবে না। ক্ষমতা দখল করতে এমজিপি-তৃণমূল জোট ও নির্দলদের ওপর ভরসা করতে হতে পারে। মণিপুরে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বিজেপি সরকার গড়ার লড়াইয়ের অনেকটাই এগিয়ে বলে মনে করা হচ্ছে।

 

 

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top