বিএসএফের নজরে এড়িয়ে ফের অনুপ্রবেশ. গ্রেপ্তার ছয় বাংলাদেশী। বিএসএফের নজরে এড়িয়ে ফের অনুপ্রবেশ. গ্রেপ্তার ছয় বাংলাদেশী। সীমান্তে গত ৩. দিনের মোট ১০ জন বাংলাদেশী আটক সীমান্ত রক্ষী বাহিনী হাতে** বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারি সীমান্তের ঘটনা। আজ সকালবেলায় বিথারি এলাকায়. সন্দেহজনকভাবে ছয় জন ঘোরাঘুরি করছিল, সেই সময় ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়. তাদের জিজ্ঞাসাবাদ করতে তারা জানান ,বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে।
এদের কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না। বিএসএফের নজর এরিয়ে এদেশে ঢুকেছে। এই ছয় জনের মধ্যে চারজন পুরুষ, দুজন মহিলা, আটক করে স্বরুপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। গত তিন দিনের মোট ১০ জন বাংলাদেশিকে গ্রেফতার করল সীমান্ত রক্ষী বাহিনী। এখন প্রশ্ন উটচ্ছে বারবার সীমান্তে কেন অনুপ্রবেশ করছে। তাহলে কি সীমান্ত সুরক্ষার নজরদারিতে কোন ফাঁকফোকর তৈরি হয়েছে। বিএসএফের কড়া নজরদারি উঠে গেল একাধিক প্রশ্ন।
আরও পড়ুন – মাঠে পড়ে থাকা তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক মহিলার মৃত্যু
উল্লেখ্য, সীমান্তে গত ৩. দিনের মোট ১০ জন বাংলাদেশী আটক সীমান্ত রক্ষী বাহিনী হাতে** বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারি সীমান্তের ঘটনা। আজ সকালবেলায় বিথারি এলাকায়. সন্দেহজনকভাবে ছয় জন ঘোরাঘুরি করছিল, সেই সময় ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়. তাদের জিজ্ঞাসাবাদ করতে তারা জানান ,বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে। এদের কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না।
বিএসএফের নজর এরিয়ে এদেশে ঢুকেছে। এই ছয় জনের মধ্যে চারজন পুরুষ, দুজন মহিলা, আটক করে স্বরুপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। গত তিন দিনের মোট ১০ জন বাংলাদেশিকে গ্রেফতার করল সীমান্ত রক্ষী বাহিনী। এখন প্রশ্ন উটচ্ছে বারবার সীমান্তে কেন অনুপ্রবেশ করছে। তাহলে কি সীমান্ত সুরক্ষার নজরদারিতে কোন ফাঁকফোকর তৈরি হয়েছে। বিএসএফের কড়া নজরদারি উঠে গেল একাধিক প্রশ্ন।