স্কুলে পরপর দুঃসাহসিক চুরির ঘটনা কিনারা করল পুলিশ গ্রেফতার এক। বসিরহাটের মিনাখা থানা বেশ কয়েকটি হাই স্কুল ও বিভিন্ন এলাকায় যার মধ্যে নিমিচি রামনারায়ণ বিদ্যাপীঠ হাই স্কুলের তালা মূল গেট ভেঙে, স্কুলের যেসব মিড ডে মিলের থালা বাটি রান্নার করার বিভিন্ন সরঞ্জাম এছাড়াও নগদ অর্থ চুরি করে দুষ্কৃতীরা ।পাশাপাশি মিনাখা জুনিয়র গার্লস হাই স্কুলের সেখানে মূল অফিসে আলমারি ভেঙে স্কুল ফান্ডের অর্থ এবং মিড ডে মিলের যেসব খাবারের থালা সহ একাধিক সরঞ্জাম নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
পাশাপাশি বাসন্তী হাইওয়ের বেশ কয়েকটি জায়গায় চুরির ঘটনা ঘটছিল পুলিশ তদন্ত নেবে এই চুরির ঘটনা কিনারা করতে পারছিল না। তারপর মিরাখা থানার পুলিশ আধিকারিক সিদ্ধার্থ মন্ডলের নেতৃত্বে একটি পুলিশের বিশেষ দল গঠন করা হয়। এবং স্কুলে চলে গিয়ে তদন্ত শুরু করে ।তারপর জানতে পারে এই চুড়ির পিছনে একটি বড়সড় চক্র কাজ করছে, প্রথমে নাম উঠে আসে আব্দুল হাই মোল্লা ওরফে সেলিম।
বাড়ি দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাধরপুরে। তাকে গ্রেফতার করে এবং বসিরহাট মহাকুম আদালতে তোলার পথ তাকে পুলিশে পরিণয়ের আবেদন জানিয়েছে মিনাখা থানার পুলিশ। একে তদন্ত করে এর পিছনে আরো যারা আছে তাদের ধরার চেষ্টা করছে পুলিশ স্কুলে চুরি যাওয়া সবই মাল উদ্ধার হয়েছে ওই দুষ্কৃতীকে জেরা করে।
আরও পড়ুন – মাঠে পড়ে থাকা তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক মহিলার মৃত্যু
উল্লেখ্য, বসিরহাটের মিনাখা থানা বেশ কয়েকটি হাই স্কুল ও বিভিন্ন এলাকায় যার মধ্যে নিমিচি রামনারায়ণ বিদ্যাপীঠ হাই স্কুলের তালা মূল গেট ভেঙে, স্কুলের যেসব মিড ডে মিলের থালা বাটি রান্নার করার বিভিন্ন সরঞ্জাম এছাড়াও নগদ অর্থ চুরি করে দুষ্কৃতীরা ।পাশাপাশি মিনাখা জুনিয়র গার্লস হাই স্কুলের সেখানে মূল অফিসে আলমারি ভেঙে স্কুল ফান্ডের অর্থ এবং মিড ডে মিলের যেসব খাবারের থালা সহ একাধিক সরঞ্জাম নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
পাশাপাশি বাসন্তী হাইওয়ের বেশ কয়েকটি জায়গায় চুরির ঘটনা ঘটছিল পুলিশ তদন্ত নেবে এই চুরির ঘটনা কিনারা করতে পারছিল না। তারপর মিরাখা থানার পুলিশ আধিকারিক সিদ্ধার্থ মন্ডলের নেতৃত্বে একটি পুলিশের বিশেষ দল গঠন করা হয়। এবং স্কুলে চলে গিয়ে তদন্ত শুরু করে ।তারপর জানতে পারে এই চুড়ির পিছনে একটি বড়সড় চক্র কাজ করছে, প্রথমে নাম উঠে আসে আব্দুল হাই মোল্লা ওরফে সেলিম। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাধরপুরে।