বিএসএফের হাতে ধর্ষিতা তরুণী আদৌ কি ধর্ষণ হয়েছে, সুকান্ত

বিএসএফের হাতে ধর্ষিতা তরুণী আদৌ কি ধর্ষণ হয়েছে, সুকান্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিএসএফের হাতে ধর্ষিতা তরুণী আদৌ কি ধর্ষণ হয়েছে।। সুকান্ত ‌*তৃণমূল কে হারাতে পঞ্চায়েত ভোটের সিপিএম কংগ্রেসের ভোট চাইলেন বিজেপি** সভাপতি দিলীপের পর সুকান্ত তৃণমূলকে বিজেপিরএকা হারানোর ক্ষমতা নেই,

 

বিরোধীদের একসাথে তলায় আসার আহ্বান বসিরহাট পৌরসভার ১৩, নম্বর ওয়ার্ডে খড়িবাড়ি এলাকায় প্রধানমন্ত্রী মন কি বাদ অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলীয় নেতার কর্মী সমর্থকদের নিয়ে পুরো মন কি বাত অনুষ্ঠানটি জয়েন্ট স্কিনে সতীত্বদের নিয়ে দেখলেন।তারপর বসিরহাট টাউন হল প্রেক্ষাগৃহে বসিরহাট সাংগঠনিক জেলার বিশেষ সাংগঠনিক বৈঠক করলেন এদিন সাংবাদিকদের বলেন তৃণমূলে নেতারা একে একে জেলে যাবে, আমাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, দোষী প্রমাণিত করুক তদন্ত করে দেখুন।

 

পাশাপাশি বাগদা সীমান্তে বিএসএফ জওয়ানদের হাতে গণধর্ষণের শিকার তরুণী কে নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন আদৌ কি ধর্ষিতা হয়েছে ওই তরণী, তদন্ত করে দেখা উচিত। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে হারানো যাবে না, সেই প্রসঙ্গ ঘুরিয়ে তিনি বলেন বিরোধী শক্তিকে এক জায়গায় হতে হবে। পাশাপাশি সিপিএম কংগ্রেসের ভোট চাইলেন এবং এক ছাতার আসার কথা বললেন। পঞ্চায়েত ভোটে একসাথে লড়াই বার্তা দিয়ে তাহলে কি রাজ্যে বিজেপির যে সাংগঠনিক দুর্বলতা পরোক্ষভাবে মেনে নিলেন।

আরও পড়ুন – রাজ্য সরকার ক্লাব গুলিকে দুর্গাপূজার টাকা দিলেও মৃৎশিল্পীরা পেলনা কোনও সরকারি সাহায্য

রাজ্যে বিজেপির যে তৃণমূলকে একা হারাতে পারবে না।সেই কথা আরো একবার বিজেপির রাজ্য সভাপতি স্বীকার করলেন। পাশাপাশি তিনি বলেন এছাড়া তৃণমূল ভোট লুট করতে আসলে পঞ্চায়েতে নিজের দলের কর্মী সমর্থকদের দা,বটি, ঝাঁটা, কোদাল, লাঠি নিয়ে প্রস্তুত থাকবেন, আসলে মেরে বের করে দেবেন। পাশাপাশি সীমান্ত পাচার নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এখনো যে বহু সীমান্তে কাঁটাতার দিতে পারিনি এবং পর্যাপ্ত পরিমাণে বিএসএফ নেই সেই কথা তিনি স্বীকার করলেন এ বিষয়ে ১০০% পুলিশকে সহযোগিতা করতে হবে বিএসএফকে। বিএসএফের হাতে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top