সরকারি জমি দখলের ঘটনায় গ্রেপ্তার হিম্মত সিং। জমি কারবারি হিসেবে পরিচিত হিম্মত জয়প্রকাশ সিং চৌহান ওরফে হিম্মত সিং। সরকারি জমি দখলের ঘটনায় হিম্মতকে গ্রেপ্তার করেছিল প্রধাননগর থানার পুলিশ । এরপর বহুদিন জেল হেফাজতে ছিল সে । পরে জামিনে মুক্ত হয়। জেল থেকে ছাড়া পেয়ে ফের স্বমহিমায় ফেরে সে। অভিযোগ ভিত্তিতে কিছুদিন ধরেই তার খোঁজ করছিল পুলিশ ।
অবশেষে খোঁজ মিলল তার । শনিবার রাতে ভক্তিনগর পাইপ লাইন এলাকা থেকে হিম্মতকে গ্রেপ্তার করে এনজেপি থানার পুলিশ । তার কাছ থেকে একটি দেশী পিস্তল ও কার্তুজ উদ্ধার করে পুলিশ । হিম্মতের পাশাপাশি তার আরেক সঙ্গী জয়দীপ দেবনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃত দুজন কে আজ জলপাইগুড়ি বিশেষ আদালতে তোলা হলে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক বলে জানা গিয়েছ।।
আরও পড়ুন – বালি মাফিয়াদের বালি তোলাকে কেন্দ্র করে বচসা
উল্লেখ্য, জমি কারবারি হিসেবে পরিচিত হিম্মত জয়প্রকাশ সিং চৌহান ওরফে হিম্মত সিং। সরকারি জমি দখলের ঘটনায় হিম্মতকে গ্রেপ্তার করেছিল প্রধাননগর থানার পুলিশ । এরপর বহুদিন জেল হেফাজতে ছিল সে । পরে জামিনে মুক্ত হয়। জেল থেকে ছাড়া পেয়ে ফের স্বমহিমায় ফেরে সে। অভিযোগ ভিত্তিতে কিছুদিন ধরেই তার খোঁজ করছিল পুলিশ । অবশেষে খোঁজ মিলল তার ।
শনিবার রাতে ভক্তিনগর পাইপ লাইন এলাকা থেকে হিম্মতকে গ্রেপ্তার করে এনজেপি থানার পুলিশ । তার কাছ থেকে একটি দেশী পিস্তল ও কার্তুজ উদ্ধার করে পুলিশ । হিম্মতের পাশাপাশি তার আরেক সঙ্গী জয়দীপ দেবনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃত দুজন কে আজ জলপাইগুড়ি বিশেষ আদালতে তোলা হলে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক বলে জানা গিয়েছ।।
সরকারি জমি দখলের ঘটনায় গ্রেপ্তার হিম্মত সিং। জমি কারবারি হিসেবে পরিচিত হিম্মত জয়প্রকাশ সিং চৌহান ওরফে হিম্মত সিং। সরকারি জমি দখলের ঘটনায় হিম্মতকে গ্রেপ্তার করেছিল প্রধাননগর থানার পুলিশ । এরপর বহুদিন জেল হেফাজতে ছিল সে । পরে জামিনে মুক্ত হয়। জেল থেকে ছাড়া পেয়ে ফের স্বমহিমায় ফেরে সে। অভিযোগ ভিত্তিতে কিছুদিন ধরেই তার খোঁজ করছিল পুলিশ ।