বেতন না পাওয়ায় মালিক ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বেলঘরিয়ার টেক্সমাকো কারখানা এলাকা, আহত 2, এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বেলঘড়িয়া টেক্সম্যাকো কারখানায় বকেয়া বেতনের টাকা নিয়ে লেনদেনের জেরে কন্ট্রাক্টর ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুর এলাকায়, রাস্তায় দাঁড়িয়ে ছিলেন টেক্সম্যাকো কারখানার কন্টাকটার প্রিন্স যাদব, তার ওপর আচমকাই হামলা করেন কারখানার বেশ কয়েকজন কর্মী,
কারখানার কর্মী পিন্টু অধিকারী বকেয়া বেতন না পাওয়ায় ঝামেলা করেন প্রিন্স যাদবের সাথে,ঝামেলা সংঘর্ষে পরিণত হয়,, কর্মীরা মেরে মাথা ফাটিয়ে দেয় কারখানার কন্টাকটার প্রিন্স যাদবকে, খবর পেয়ে ছুটে আসে প্রিন্স যাদবের দাদা সত্যেন যাদব, তাকেও মারধর করা হয় বলে অভিযোগ,ঘটনার জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় বেলঘরিয়া টেক্সম্যাকো কারখনা চত্বর এলাকায়,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনা স্থলে আসে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ও রেফ,
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকা জুড়ে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে, আহতদের সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আক্রমণকারীদের বিরুদ্ধে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে,ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ।
আরও পড়ুন – বালি মাফিয়াদের বালি তোলাকে কেন্দ্র করে বচসা
উল্লেখ্য, বেতন না পাওয়ায় মালিক ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বেলঘরিয়ার টেক্সমাকো কারখানা এলাকা, আহত 2,এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বেলঘড়িয়া টেক্সম্যাকো কারখানায় বকেয়া বেতনের টাকা নিয়ে লেনদেনের জেরে কন্ট্রাক্টর ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ,ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুর এলাকায়,রাস্তায় দাঁড়িয়ে ছিলেন টেক্সম্যাকো কারখানার কন্টাকটার প্রিন্স যাদব,তার ওপর আচমকাই হামলা করেন কারখানার বেশ কয়েকজন কর্মী,কারখানার কর্মী পিন্টু অধিকারী বকেয়া বেতন না পাওয়ায় ঝামেলা করেন প্রিন্স যাদবের সাথে,ঝামেলা সংঘর্ষে পরিণত হয়,,
কর্মীরা মেরে মাথা ফাটিয়ে দেয় কারখানার কন্টাকটার প্রিন্স যাদবকে,খবর পেয়ে ছুটে আসে প্রিন্স যাদবের দাদা সত্যেন যাদব,তাকেও মারধর করা হয় বলে অভিযোগ,ঘটনার জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় বেলঘরিয়া টেক্সম্যাকো কারখনা চত্বর এলাকায়,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনা স্থলে আসে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ও রেফ,পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকা জুড়ে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে, আহতদের সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আক্রমণকারীদের বিরুদ্ধে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে,ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ