পাঁচটি রুটের অটো পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিলো অটো চালকরা। দমদম সুভাষ নগর এলাকায় দক্ষিন দমদম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঊষা দেবনাথের স্বামী অভি দেবনাথ এর বিরুদ্ধে অভিযোগ, অটো চালকরা যখন ওই এলাকায় অটো চালাচ্ছিল সেই সময় অটো থেকে প্যাসেঞ্জার নামিয়ে অটোর চাবি নিয়ে চালকদের মারধর করে। প্রায় আটটি অটোর চাবি নিয়ে নেয় এবং হুমকি দেয় মারধর করে বলে অভিযোগ এর পরেই অটো চালকরা পাঁচটি রুটের অটো পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে এর ফলে দুর্ভোগের মধ্যে পড়ে সাধারণ যাত্রী স্কুল পড়ুয়া এমনকি অন্তঃসত্ত্বা মহিলা।
এই মুহূর্তে অটো চালকরা দমদম থানায় দ্বারস্থ হয়ে বিক্ষোভ দেখাচ্ছে এই রুটের অটো গুলি দমদম সুভাষ নগর থেকে একাধিক জায়গায় যেতো দমদমে অটোচালকদের অভিযোগ এর পিছনে কাউন্সিলর এর মদত আছে তার স্বামী সেই কারণেই এই ঘটনা ঘটিয়েছে অভি দেবনাথ এর বিরুদ্ধে আরো অভিযোগ এই রুটে ও দশটি অটো নামাতে দিতে হবে যেগুলি নতুন অটো এই সমস্ত অটো রুট এর দায়িত্বে ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর ধনঞ্জয় মজুমদার। অটোচালকদের আরো অভিযোগ আলোচনা বা কথাবার্তা না বলে কেনচাবি নিয়ে নেবেসেই নিয়েই থানায় দ্বারস্থ হয়ে বিক্ষোভ অটোচালকদের।
আরও পড়ুন – ডাউন কল্যানী লোকালে ছাত্র পরিষদের ছেলেদের সঙ্গে ট্রেন যাত্রিদের প্রথমে বসচা,পরে ঝামেলা
উল্লেখ্য, দমদম সুভাষ নগর এলাকায় দক্ষিন দমদম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঊষা দেবনাথের স্বামী অভি দেবনাথ এর বিরুদ্ধে অভিযোগ, অটো চালকরা যখন ওই এলাকায় অটো চালাচ্ছিল সেই সময় অটো থেকে প্যাসেঞ্জার নামিয়ে অটোর চাবি নিয়ে চালকদের মারধর করে। প্রায় আটটি অটোর চাবি নিয়ে নেয় এবং হুমকি দেয় মারধর করে বলে অভিযোগ এর পরেই অটো চালকরা পাঁচটি রুটের অটো পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে এর ফলে দুর্ভোগের মধ্যে পড়ে সাধারণ যাত্রী স্কুল পড়ুয়া এমনকি অন্তঃসত্ত্বা মহিলা।
এই মুহূর্তে অটো চালকরা দমদম থানায় দ্বারস্থ হয়ে বিক্ষোভ দেখাচ্ছে এই রুটের অটো গুলি দমদম সুভাষ নগর থেকে একাধিক জায়গায় যেতো দমদমে অটোচালকদের অভিযোগ এর পিছনে কাউন্সিলর এর মদত আছে তার স্বামী সেই কারণেই এই ঘটনা ঘটিয়েছে অভি দেবনাথ এর বিরুদ্ধে আরো অভিযোগ এই রুটে ও দশটি অটো নামাতে দিতে হবে যেগুলি নতুন অটো এই সমস্ত অটো রুট এর দায়িত্বে ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর ধনঞ্জয় মজুমদার। অটোচালকদের আরো অভিযোগ আলোচনা বা কথাবার্তা না বলে কেনচাবি নিয়ে নেবেসেই নিয়েই থানায় দ্বারস্থ হয়ে বিক্ষোভ অটোচালকদের