গবাদিপশুকে নৃশংস ভাবে ধর্ষণ. অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় গবাদি পশুটি. ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের উত্তর চন্দনপিড়ি এলাকায়. নামখানার উত্তর চন্দনপিড়ির বাসিন্দা আরতি ভূঁইয়া ও তার পরিবারের অভিযোগ রাতের অন্ধকারে বাড়ির পেছনে গোয়াল ঘরে ঢুকে তাদের একটি গাভী গরুকে নৃশংস ভাবে ধর্ষণ করে প্রতিবেশী এক যুবক.
এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে গরুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের. প্রতিবেশী যুবকের বিরুদ্ধে নামখানা থানায় অভিযোগ দায়ের হলে নামখানার উত্তর চন্দনপিড়ি এলাকা থেকে ২৯ বছর বয়সি প্রদ্যুৎ ভূইয়া নামে এক যুবককে গবাদিপশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করে নামখানা থানার পুলিশ.
ধৃত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় মামলা রুজু করে ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়. অপরদিকে গবাদিপশু ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়. কতটা তলানিতে নেমেছে মানব সভ্যতা? কায়েক যৌন চাহিদা মেটাতে অবলা জন্তুর ওপর পাশবিক যৌন নির্যাতন? একটি গবাদি পশু যদি যৌন নির্যাতনের শিকার হয় তাহলে নারীরা কি আদৌ সুরক্ষিত? গোটা ঘটনায় কতটা প্রভাব পড়বে সমাজের ওপর? উঠছে এমন হাজারো প্রশ্ন.
আরও পড়ুন – ডাউন কল্যানী লোকালে ছাত্র পরিষদের ছেলেদের সঙ্গে ট্রেন যাত্রিদের প্রথমে বসচা,পরে ঝামেলা
উল্লেখ্য, নামখানার উত্তর চন্দনপিড়ির বাসিন্দা আরতি ভূঁইয়া ও তার পরিবারের অভিযোগ রাতের অন্ধকারে বাড়ির পেছনে গোয়াল ঘরে ঢুকে তাদের একটি গাভী গরুকে নৃশংস ভাবে ধর্ষণ করে প্রতিবেশী এক যুবক. এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে গরুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের. প্রতিবেশী যুবকের বিরুদ্ধে নামখানা থানায় অভিযোগ দায়ের হলে নামখানার উত্তর চন্দনপিড়ি এলাকা থেকে ২৯ বছর বয়সি প্রদ্যুৎ ভূইয়া নামে এক যুবককে গবাদিপশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করে নামখানা থানার পুলিশ.
ধৃত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় মামলা রুজু করে ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়. অপরদিকে গবাদিপশু ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়. কতটা তলানিতে নেমেছে মানব সভ্যতা? কায়েক যৌন চাহিদা মেটাতে অবলা জন্তুর ওপর পাশবিক যৌন নির্যাতন? একটি গবাদি পশু যদি যৌন নির্যাতনের শিকার হয় তাহলে নারীরা কি আদৌ সুরক্ষিত? গোটা ঘটনায় কতটা প্রভাব পড়বে সমাজের ওপর? উঠছে এমন হাজারো প্রশ্ন.