কোন অস্থায়ী বনকর্মীকে স্থায়ী করা যাবে না, স্পষ্ট বার্তা জ্যোতিপ্রিয় মল্লিকের । বনদপ্তরের কোন অস্হায়ী বনকর্মীকে স্হায়ী করা হবে না ৷ সাফ জানিয়ে দিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রীয় মল্লিক ৷ বক্সা ব্যাঘ্র উদ্যানে গতমাসে টানা চার দিন , জলদাপাড়া জাতীয় উদ্যানে গত দুদিন ধরে টানা কর্মবিরোতি শুরু করেছেন অস্হায়ী বনকর্মীরা ৷ তাদের দাবি তাদের চাকুরিতে স্হায়ীকরণ করতে হবে ৷ আজ জলদাপাড়া জাতীয় উদ্যানে হাতি শালার হাতিদের খাওয়া পর্যন্ত দেয়নি এই অস্হায়ী বনকর্মীরা ৷ বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়াতে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক বনদপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন ৷
পরে তিনি জানান, বনদপ্তরের অস্হায়ী বনকর্মীদের কোন ভাবেই স্হায়ী করা হবে না ৷ তবে তাদের কারুর চাকুরি যাবে না ৷ দৈনিক মজুরীহারে তাদের প্রাপ্য টাকা যাতে মাসের সাত তারিখের মধ্যে পান তার জন্য অর্থ মন্ত্রকের কাছে আবেদন জানান হয়েছে ৷ এদিকে আজও জলদাপাড়ায় অস্হায়ী বনকর্মীরা তাদের আন্দোলন জারি রেখেছেন ৷ আগামীকাল এই বনকর্মীদের সঙ্গে জেলা শাসক , জেলা পুলিশ সুপার ও বনদপ্তরের আধিকারিকেরা মিলিত ভাবে বৈঠক করে সমস্যা মেটানোর জন্য নির্দেশ দিয়েছেন মন্ত্রী ৷
আরও পড়ুন – ধূপগুড়িতে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি
উল্লেখ্য, বনদপ্তরের কোন অস্হায়ী বনকর্মীকে স্হায়ী করা হবে না ৷ সাফ জানিয়ে দিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রীয় মল্লিক ৷ বক্সা ব্যাঘ্র উদ্যানে গতমাসে টানা চার দিন , জলদাপাড়া জাতীয় উদ্যানে গত দুদিন ধরে টানা কর্মবিরোতি শুরু করেছেন অস্হায়ী বনকর্মীরা ৷ তাদের দাবি তাদের চাকুরিতে স্হায়ীকরণ করতে হবে ৷ আজ জলদাপাড়া জাতীয় উদ্যানে হাতি শালার হাতিদের খাওয়া পর্যন্ত দেয়নি এই অস্হায়ী বনকর্মীরা ৷
বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়াতে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক বনদপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন ৷ পরে তিনি জানান, বনদপ্তরের অস্হায়ী বনকর্মীদের কোন ভাবেই স্হায়ী করা হবে না ৷ তবে তাদের কারুর চাকুরি যাবে না ৷ দৈনিক মজুরীহারে তাদের প্রাপ্য টাকা যাতে মাসের সাত তারিখের মধ্যে পান তার জন্য অর্থ মন্ত্রকের কাছে আবেদন জানান হয়েছে ৷ এদিকে আজও জলদাপাড়ায় অস্হায়ী বনকর্মীরা তাদের আন্দোলন জারি রেখেছেন ৷ কোন অস্থায়ী