জেলের অন্দরে বিছানা-কুলার , দেশি ঘি-তে রান্না করা খাসির মাংসও খাচ্ছেন ইমরান খান। ইমরান খান (Imran Khan) রোগা হয়ে যাচ্ছেন বলে সম্প্রতি আদালতে উদ্বেগ প্রকাশ করেছিলেন তাঁর স্ত্রী বুশরা বিবি। এভাবে স্বাস্থ্য ভাঙতে থাকলে কী পরিণতি হবে, তা ভেবেই আতঙ্কে ছিলেন তিনি। তবে এবার দেখা গেল, জেলে মধ্যেও সু-ব্যবস্থাতেই আছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সুপ্রিমো। জেলের অন্দরে খাসি বা মুরগির মাংসও জুটছে তাঁর। বাথরুমে বেসিন বা কমোডের ব্যবস্থাও হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর জন্য। পুলিশের তরফেই এই রিপোর্ট দেওয়া হয়েছে। তোসাখানা দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে ইমরান খানকে।
জেল কর্তৃপক্ষ জানিয়েছে, জেলের মধ্যে ইমরানের মধ্যে রয়েছে বিছানা, চেয়ার, এয়ার কুলার ও প্রার্থনা করার একটি আলাদা ঘর। তাঁকে দেওয়া হচ্ছে ইংরেজিতে অনুবাদ করা একটি কোরান, খবরের কাগজ, কিছু বই, খাবার ইত্যদি। খাবারের তালিকায় থাকছে দেশি ঘি-তে রান্না করা খাসি বা মুরগির মাংস। প্রতিনিয়ত তাঁর স্বাস্থ্য পরীক্ষা করছে মেডিক্যাল টিম। এছাড়া তাঁর ব্যবহার করার জন্য ওয়াশ রুমে রয়েছে কমোড, বেসিন ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।
এত কিছু থাকা সত্ত্বেও ইমরানকে নিয়ে উদ্বেগ কমছে না তাঁর পরিবার ও তাঁর দলের। তাঁর দল পিটিআই-এর তরফে অভিযোগ, বাড়ি থেকে খাবার ও জল আনানোর ব্যবস্থা থাকলেও, তা আনতে দেওয়া হচ্ছে না।
গত ৫ অগস্ট লাহোরের বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। শুরু থেকেই দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন ইমরান খান। কারাদণ্ডের পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে আগামী ৫ বছর রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারবেন না ইমরান খান, লড়তে পারবেন না নির্বাচনেও।
আরও পড়ুন – কেমন থাকবে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া? জানাল বাংলাদেশ আবহাওয়া দফতর
ইমরান খান জেলে কেমন আছেন, সে ব্যাপারে সুপ্রিম কোর্টে একটি রিপোর্ট পেশ করেছে অ্যাটর্নি জেনারেলের অফিস। তাতেই উল্লেখ রয়েছে, কী খাচ্ছেন, কীভাবে থাকছেন ইমরান। গত রবিবার ওই জেলে আচমকা পরিদর্শন করেন পঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল মিঞা ফারুক নাজির। তাঁর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই সংশ্লিষ্ট রিপোর্ট তৈরি করা হয়েছে।