নৈহাটিতে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

নৈহাটিতে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার। নিজের ঘর থেকে একাকি বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল নৈহাটিতে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নৈহাটি থানার ১ নম্বর বিজয়নগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে ,মৃতার নাম শিখা দে (৬৫)। তিনি বাড়িতে একাই থাকতেন। ছেলে কর্মসূত্রে উড়িষ্যার ভুবনেশ্বরে থাকেন। মৃতার পরশি ও আত্মীয়দের দাবি ,কিছুদিন ধরে ওই বৃদ্ধা গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধাকে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেন। কিন্তু বৃদ্ধার কোন সারাশব্দ না পেয়ে তারা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ এসে থেকে দরজা খুলে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

 

জানা গেছে উদ্ধারের সময় মৃতদেহটি বিছানার ওপর পড়েছিল। এদিকে শিখাদেবীর এহেন মৃত্যু ঘিরে রিতিমত ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। যদিও নৈহাটি থানার পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মৃত শিখাদেবীর ভাই চঞ্চল বসু। দিদির রহস্য মৃত্যু নিয়ে তিনি বলেন,ও বাড়িতে একাই থাকত। বোনপো কর্মসুত্রে উড়িষ্যার ভুবনেশ্বরে থাকে। গত সোমবার ডাক্তার দেখানো হয়েছিল। এদিন সকালে দিদিকে ফোন করেছিলাম,কিন্তু ও ফোন তোলেনি। এরপর বোনপোকে ফোন করি।

আরও পড়ুন – এবার বিজেপি গতবারের থেকে বেশি আসনে জয় পাবে, আত্মবিশ্বাসী হিমন্ত বিশ্বশর্মা

ওই বলে এখানে আসতে। এসে দেখি দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও দিদির কোন সারাশব্দ না পেয়ে প্রতিবেশীদের বিষয়টি জানাই। ওরা আসার পর পুলিশে জানানো হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃতার ভাইয়ের দাবি, দিদির মৃত্যুতে কোন অস্বাভাবিকতা নেই। ওর মৃত্যুটা স্বাভাবিক। তার কারন দিদির উচ্চ রক্তচাপ জনিত সমস্যা ছিল। নৈহাটিতে বৃদ্ধার