বঙ্গ সফরে দ্রৌপদী মুর্মু,জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখলেন রাষ্ট্রপতি,সঙ্গ দিলেন ব্রাত্য-বীরবাহা হাঁসদারা

বঙ্গ সফরে দ্রৌপদী মুর্মু,জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখলেন রাষ্ট্রপতি,সঙ্গ দিলেন ব্রাত্য-বীরবাহা হাঁসদারা,দু’দিনের সফরে কলকাতায় এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবারও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানানো হবে। তাঁকে সংবর্ধিত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানানো হবে। তাঁকে সংবর্ধিত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোম ও মঙ্গলবার একাধিক কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতির। এই ২ দিন শহরের একাধিক রুটে যান নিয়ন্ত্রণ।

 

 

 

 

 

জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শন করেন রাষ্ট্রপতি। সেখানে তিনটি গ্যালারি পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, বীরবাহা হাঁসদা, শশী পাঁজা।সকাল বারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন রাষ্ট্রপতি। তাঁকে সেখানে অভ্যর্থনা জানান মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হয়। ফিরহাদ বলেন, ” আমি ওঁকে বললাম, আমরা খুব আনন্দিত এবং উৎসাহিত। গোটা রাজ্য অপেক্ষা করছে আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য।”

 

 

 

 

কলকাতা বিমানবন্দর থেকে সোজা রেসকোর্সের উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি। রেসকোর্সে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে হলুদ ফুল দিয়ে বন্ধুত্বের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে নেতাজি ভবনে যান তিনি। তারপর জোড়াসাঁকো ঠাকুরবাড়িও যাবেন তিনি। সন্ধ্যায় নেতাজি ইন্ডোরে অনুষ্ঠানে যোগ। মন্ত্রী বীরবাহা হাঁসদা থাকবেন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে নেতাজি ইন্ডোরে ।

 

 

 

সোমবার দুপুর ১২ টা থেকে খিদিরপুর রোড, এজেসি বোস রোড, হসপিটাল রোড এবং এটিএম রোডে যান নিয়ন্ত্রণ। দুপুর ১ টা থেকে রানি রাসমণি অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউতে গিরিশ পার্ক এবং এসপ্ল্যানেড মোড়, রবীন্দ্র সরণি থেকে সিআর অ্যাভিনিউ পর্যন্ত বিবেকানন্দ রোড, বি বি গাঙ্গুলি স্ট্রিটে যান নিয়ন্ত্রণ।

 

 

আরও পড়ুন –  সদ্যোজাতকে কোলে নিয়ে এটি ‘ঈশ্বরের উপহার’ বলে ছবি পোস্ট করেছেন লালু-পুত্র তেজস্বী…

 

মঙ্গলেও একাধিক রুটে যান নিয়ন্ত্রণ চরম যানজটের আশঙ্কা থাকছে। মঙ্গলবার সকালে প্রথমে বেলুর মঠে যাবেন রাষ্ট্রপতি। পরে যোগ দেবেন একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের ৮০ বছর পূর্ণ হওয়ায় উদযাপন অনুষ্ঠানে। সেখান থেকেই বিশ্বভারতীর উদ্দেশে রওনা দেবেন।বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। শান্তিনিকেতনের বিনয় ভবন সংলগ্ন কুমিরডাঙা মাঠে হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে।