নদিয়ার চাকদহের কেবিএমে উদ্ধার একটি ভাম বিড়াল। পেশায় মৃতশিল্পী মনোজ মুখার্জী শুক্রবার কাজ করছিলেন সে সময় তার পাশের একটি গাছ থেকে পড়ে যায় বিড়াল টি , এরপর বিড়ালটিকে কুকুরে তাড়া করায় আঘাতপ্রাপ্ত হয়। এরপর তাকে নিজেই সেবা শুশ্রুষা করে সারিয়ে তোলেন। তার দাবি বণদপ্তর না এলে নিজেই ছেড়ে দেবেন বিড়ালটিকে l