নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৩ ফেব্রুয়ারি, বসিরহাট মহাকুমার মহাকুমার মুখ্য দপ্তর এলআইসি অফিসের সামনে প্রায় শতাধিক মহিলা পুরুষ এজেন্ডা মূল গেটে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। গত শনিবার নির্মলা সীতারাম দেশের অর্থমন্ত্রী যেভাবে এলআইসি শেয়ার বিক্রি করার বাজেটে বলেছেন।তারই প্রতিবাদে আজ সোমবার বিকেলে এলআইসি অফিসে মূল গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছেন।
কমবেশি দেশে প্রায় ৪২ কোটি এলআইসি গ্রাহক আছে যাতে মানুষ ভয় না পান আতঙ্কিত না হয় তার জন্য তাদের অর্থ সুরক্ষিত আছে এর সমর্থনে এজেন্ডার বিক্ষোভ কর্মসূচি কেন্দ্র সরকার তাদের সিদ্ধান্ত থেকে ফিরিয়ে না নেয় তাদের এই আন্দোলন আগামী দিনে গ্রাহক এজেন্ট সরকারি কর্মীদের নিয়ে বড়োসড়ো আন্দোলনের ডাক দিয়েছেন রীতিমতো বুকে কালো ব্যাজ পরে লাউডস্পিকার লাগিয়ে বসিরহাট এলআইসি বিল্ডিং এর কর্মসূচি নিয়েছেন এই কর্মসূচি লাগাতার চলবে