
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২১ ফেব্রুয়ারি, প্রেমের জেরে আত্মহত্যা করল এক টোটো চালক।গতকাল মধ্যরাতে স্থানীয় এক ক্লাবে প্রথমে গলায় দড়ি দেয় পরে কেরোসিন তেল গায়ে দিয়ে আগুন লাগায় ওই টোটো চালক। টোটো চালকের নাম অমিত মন্ডল, পেশায় টোটো চালক। ১৪ নং ওয়ার্ডের বেনাচিতির নতুন পল্লীর বাসিন্দা অমিত মন্ডল।
জানা যায়, আগুনের জ্বালায় টোটো চালক একটি কুয়োতে ঝাপ দেয়। আজ সকালে স্থানীয়রা কুয়ো থেকে আওয়াজ পেয়ে দমকল ডাকে৷ দমকলের একটি ইঞ্জিন এসে তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরিবারের অভিযোগ, স্থানীর এক মহিলার সাথে প্রেমের সম্পক ছিল এই ব্যক্তির। কোন একটি কারনে তাকে কয়েকদিন ধরে ব্লাকম্যল করছিল, আর সেই কারনে এই আত্নহত্যা।অভিযুক্ত মহিলা পলাতক বলে জানা গিয়েছে।



















