নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ১৩ নভেম্বর, ২০২০: কাঁচরাপাড়া তে সাতসকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা 22 বছরের যুবকেরশুক্রবার সকাল ১০ টা নাগাদ কাঁচরাপাড়া লক্ষী সিনেমা যাদের বক্স লেন সংলগ্ন এলাকায় বিউটি পার্লারের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো বছর বয়সের যুবক পার্থ শীল।
এক বছর ধরে ভাড়া নিয়ে এই পার্লার চালাচ্ছিল পার্থ। আজ সকাল বেলা দোকান খুলতে এসে দেখে এলাকার মানুষ হঠাৎই এক কাস্টমার পার্লারের ভিতরে ঢুকতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাকে চিৎকার শুরু করে সেই কাস্টমার ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে
আরও পড়ুন…হাতেনাতে ধরা পড়ল পরকীয়া সম্পর্ক, গৃহবধূর প্রেমিককে গণধোলাই
বীজপুর থানার পুলিশ ইতিমধ্যে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য কল্যাণী যে এন এম হসপিটাল। মৃত যুবক কাঁচরাপাড়া শরৎপল্লী ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।