স্বস্তি ফিরল কুলতলিতে, খাঁচা বন্দী হল বাঘ। ৬ দিন পর বাগে এল রয়্যাল বেঙ্গল টাইগার। ঘুমপাড়ানি গুলিতে কাবু হতেই ‘খাঁচায়’ ধরা পড়ে সেটি। কিছুক্ষণের মধ্যে সেটিকে উদ্ধার করবে বন দফতর। প্রাণের ঝুঁকি নিয়ে বনকর্মীরা জঙ্গলে ঢুকে বাঘকে গুলি ছোঁড়ে।
আর তারপর কার্যত বন দফতরের জালে রয়্যাল বেঙ্গল। কুলতলির ডোঙ্গাজোড়া শেখ পাড়াতে ওই বাঘের আতঙ্কে ঘুম ছুটেছিল গ্রামবাসীদের। শনিবার একটি বাঘ ঢুকে পড়েছিল ওই এলাকায়। পরের দিন মানে রবিবার সকালে স্থানীয় শেখপাড়ার এক বাসিন্দাকে বাঘ হামলাও করে।
তিনি মাছ-কাঁকড়া ধরতে যাচ্ছিলেন। আর সে সময় হামলে পড়ে বাঘ। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এই বাঘটিকে ধরতে আগেই খাঁচা পেতেছিল বন দফতর। কিন্তু বাঘ খাঁচায় ধরা দেয়নি। রাতভর রয়্যাল বেঙ্গলের গর্জন শোনা যায়। সকালেও শোনা যায় হুঙ্কার। কিন্তু কিছুতেই দেখা যাচ্ছিল না বাঘটিকে। লুকিয়ে বসে থাকা বাঘটিকে ধরতে সকাল থেকে নদী থেকে জল নিয়ে জলকামান দাগা শুরু হয়। ব্যবহার করা হয় চকোলেট বোমা, লঙ্কা-পটকাও।
আর ও পড়ুন ভয়াবহ বন্যায় ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ১৮, আহত ২৮০ জন
কিন্তু কিছুতেই সেটির নাগাল পাওয়া যাচ্ছিল না। শেষমেশ একঝলক তার দেখা পাওয়া যেতেই, তাকে ‘স্পট’ করে ঘুমপাড়ানি গুলি ছোঁড়েন বনকর্মীরা। ঘুমপাড়ানি গুলিতে কাবু হতেই অবশেষে খাঁচাবন্দি দক্ষিণরায়। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, বাঘটিকে এবার স্বাস্থ্য পরীক্ষার পশু হাসপাতালে নিয়ে যাওয়া হবে। বাঘটির শরীরে কোথাও কোনও আঘাত রয়েছে কিনা, তা পরীক্ষা করে দেখা হবে। প্রসঙ্গত, টানা ৬ দিন ধরে রুদ্ধশ্বাস টেনশন, আতঙ্কে ঘুম উড়ে গিয়েছিল কুলতলিবাসীর।
ওদিকে আবার বাঘ দেখতে গ্রামবাসীদের উত্সাহেরও অন্ত ছিল না। এই পরিস্থিতিতে বাঘটির যেন কোনও ক্ষতি না হয় তাই গতকাল এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। পাশাপাশি মাইকিং করে গ্রামবাসীদের সতর্কও করে বনদফতর।
উল্লেখ্য, অবশেষে স্বস্তি ফিরল কুলতলিতে, বন্দী হল বাঘ। ৬ দিন পর বাগে এল রয়্যাল বেঙ্গল টাইগার। ঘুমপাড়ানি গুলিতে কাবু হতেই ‘খাঁচায়’ ধরা পড়ে সেটি। কিছুক্ষণের মধ্যে সেটিকে উদ্ধার করবে বন দফতর। প্রাণের ঝুঁকি নিয়ে বনকর্মীরা জঙ্গলে ঢুকে বাঘকে গুলি ছোঁড়ে।আর তারপর কার্যত বন দফতরের জালে রয়্যাল বেঙ্গল। কুলতলির ডোঙ্গাজোড়া শেখ পাড়াতে ওই বাঘের আতঙ্কে ঘুম ছুটেছিল গ্রামবাসীদের। শনিবার একটি বাঘ ঢুকে পড়েছিল ওই এলাকায়। পরের দিন মানে রবিবার সকালে স্থানীয় শেখপাড়ার এক বাসিন্দাকে বাঘ হামলাও করে।