পর্যটক ভর্তি গাড়িতে আগুন, আহত শিশু সহ অনেকে। গাড়ির ভিতরে থাকা শিশুসহ কয়েকজন অল্প-বিস্তর আহত। তবে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। জয়রামবাটি থেকে কামারপুকুর আসছিল একটি পর্যটক ভর্তি গাড়ি। তখনই গোঘাটের পশ্চিম অমরপুরে কামারপুকুর-জয়রামবাটি রাস্তার উপর আগুন লাগে গাড়িটিতে। জানা গিয়েছে, একটি মারুতি ভ্যানে করে কয়েকজন বাঁকুড়ার সোনামুখী থেকে জয়রামবাটি হয়ে কামারপুকুর আসছিলেন। তাঁদের সঙ্গে ছিল একটি শিশুও।
হঠাৎই গোঘাটের পশ্চিম অমরপুরের কাছে জয়রামবাটি-কামারপুকুর রাস্তার উপর সেই গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আগুন ধরে যায় গাড়িটিতে। রাস্তার উপর দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। গাড়িটি জ্বলতে দেখে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। আগুন নেভানোর কাজে হাত লাগান তাঁরা। অন্যদিকে খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও।
শেষে দমকল এসে আগুন আয়ত্তে আনে। এই ঘটনায় ওই গাড়ির ভিতরে থাকা যাত্রীদের কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে নিজ নিজ বাড়িতে এনে সেবা শুশ্রূষা করেন। অন্যদিকে, পশ্চিম বর্ধমানে ভূগর্ভস্থ পরিত্যক্ত খনি থেকে দাউ-দাউ করে বেরিয়ে এসেছে আগুনের লেলিহান শিখা।রবিবার কেন্দা ২ নম্বর পিটের আগুন নিভতেই সোমবার নতুন করে আগুন জ্বলে উঠল কেন্দা ৩ নম্বর পিটে। আতঙ্ক ছড়াল জামুড়িয়ার কেন্দা ও নিউকেন্দা এলাকায়। ঘটনাস্থান পরিদর্শনে এসে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন ইসিএল কর্তৃপক্ষ।
আর ও পড়ুন ভয়াবহ বন্যায় ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ১৮, আহত ২৮০ জন
উল্লেখ্য, পর্যটক ভর্তি গাড়িতে আগুন, আহত শিশু সহ অনেকে। গাড়ির ভিতরে থাকা শিশুসহ কয়েকজন অল্প-বিস্তর আহত। তবে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। জয়রামবাটি থেকে কামারপুকুর আসছিল একটি পর্যটক ভর্তি গাড়ি। তখনই গোঘাটের পশ্চিম অমরপুরে কামারপুকুর-জয়রামবাটি রাস্তার উপর আগুন লাগে গাড়িটিতে। জানা গিয়েছে, একটি মারুতি ভ্যানে করে কয়েকজন বাঁকুড়ার সোনামুখী থেকে জয়রামবাটি হয়ে কামারপুকুর আসছিলেন। তাঁদের সঙ্গে ছিল একটি শিশুও।
হঠাৎই গোঘাটের পশ্চিম অমরপুরের কাছে জয়রামবাটি-কামারপুকুর রাস্তার উপর সেই গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আগুন ধরে যায় গাড়িটিতে। রাস্তার উপর দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। গাড়িটি জ্বলতে দেখে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। আগুন নেভানোর কাজে হাত লাগান তাঁরা। অন্যদিকে খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও।