বনদপ্তরের তৎপরতায় গর্ত থেকে উদ্ধার হস্তিশাবক

বনদপ্তরের তৎপরতায় গর্ত থেকে উদ্ধার হস্তিশাবক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
গর্ত

বনদপ্তরের তৎপরতায় গর্ত থেকে উদ্ধার হস্তিশাবক। খাবারের সন্ধানে বেরিয়ে চাষের জমির মাঝে থাকা গর্তের মধ্যে পড়ে গেল এক হস্তি শাবক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ৬ নম্বর অঞ্চলের অন্তর্গত পিড়াকাটা রেঞ্চের মুঁশিনা এলাকায়। জানা গিয়েছে এই দিন রাত্রে খাবারের সন্ধানে বেরিয়ে ছিল বড় একটি হাতির দল। সেই সময় চাষের জমির মাঝে থাকা একটি গর্তে পড়ে যায় হস্তি শাবক টি।

 

যার ফলে হাতির দল জোরে চিৎকার করে । হাতির চিৎকারে এলাকাবাসীরা জানতে পারে কোথাও কিছু হয়েছে ।এরপর গ্রামবাসীরা বিষয়টি বনদপ্তর কে জানায়। এরপর স্থানীয় বাসিন্দা ও বনদপ্তর এর প্রচেষ্টায় প্রায় ঘন্টা খানেক পরে ওই গর্তে জল ঢেলে রবিবার মাঝরাতে গর্তে পড়ে যাওয়া হস্তি শাবক থেকে উদ্ধার করা হয়। হস্তিশাবক টি কে উদ্ধার করে স্থানীয় জঙ্গলে ছেড়ে দেয় বনদপ্তর এর কর্মীরা ।

 

হস্তি শাবকটি সুস্থ রয়েছে বলে বন দফতর এর পক্ষ থেকে জানানো হয় । পাশাপাশি ওই এলাকায়একাধিক জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে হাতির তাণ্ডবে এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে। প্রসঙ্গত বেশ কয়েক সপ্তাহ ধরে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকায় হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে।

 

আর ও পড়ুন    আজ আপনাদের জন্য রইল সুস্বাদু শনপাপড়ি তৈরির সহজ রেসিপি

 

যেভাবে হাতির দল ওই এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে তাণ্ডব শুরু করেছে তাতে ওই এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার সর্বস্তরের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানান।

 

উল্লেখ্য, বনদপ্তরের তৎপরতায় গর্ত থেকে উদ্ধার হস্তিশাবক। খাবারের সন্ধানে বেরিয়ে চাষের জমির মাঝে থাকা গর্তের মধ্যে পড়ে গেল এক হস্তি শাবক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ৬ নম্বর অঞ্চলের অন্তর্গত পিড়াকাটা রেঞ্চের মুঁশিনা এলাকায়। জানা গিয়েছে এই দিন রাত্রে খাবারের সন্ধানে বেরিয়ে ছিল বড় একটি হাতির দল। সেই সময় চাষের জমির মাঝে থাকা একটি গর্তে পড়ে যায় হস্তি শাবক টি।

 

যার ফলে হাতির দল জোরে চিৎকার করে । হাতির চিৎকারে এলাকাবাসীরা জানতে পারে কোথাও কিছু হয়েছে ।এরপর গ্রামবাসীরা বিষয়টি বনদপ্তর কে জানায়। এরপর স্থানীয় বাসিন্দা ও বনদপ্তর এর প্রচেষ্টায় প্রায় ঘন্টা খানেক পরে ওই গর্তে জল ঢেলে রবিবার মাঝরাতে গর্তে পড়ে যাওয়া হস্তি শাবক থেকে উদ্ধার করা হয়। হস্তিশাবক টি কে উদ্ধার করে স্থানীয় জঙ্গলে ছেড়ে দেয় বনদপ্তর এর কর্মীরা ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top