বিয়ে টোপর মাথায় দিয়ে জলপাইগুড়িতে মেতে উঠেছে বট পাকুরে বিয়েতে

বিয়ে টোপর মাথায় দিয়ে জলপাইগুড়িতে মেতে উঠেছে বট পাকুরে বিয়েতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বট পাকুড় এর বিয়ে টোপর মাথায় দিয়ে। জলপাইগুড়ি একটি গ্ৰাম মেতে উঠেছে এই বট পাকুরে বিয়েতে । চলছে গান বাজনা বিভিন্ন ধরনের । লাগনো হয়েছে বিভিন্ন লাইট সেজে উঠেছে গ্ৰাম । বিয়ের জন্য প্রস্তুত করা হয়েছে চারপাশ। কলাগাছ দিয়ে সাজানো বিয়ের আসর। উৎসবের মেতে গোটা গ্ৰাম । পাশেই ব্যস্ত রাঁধুনিরা। মূলত বিয়ের জন্য যা কিছু লাগে তার সব আয়োজন দেখা গেল। কিন্তু বর-কনের দেখা নেই‌‌‌ বলতে হচ্ছে বট পাকুর বিয়ে ।দুই গ্রামের মিলে নেমন্ত্রিত হাজার মানুষ।

 

ধুমধামে করে এই বিয়ে হয়েছে জলপাইগুড়ি শহর থেকে একটু দুরে খরিয়াগ্ৰাম পঞ্চায়েত সেবাগ্ৰামে, আয়োজক ভক্ত সংঘ। বিয়েকে ঘিরে বর-কনের জন্য ছাদনাতলা সাজানো হয় । মহিলারা কাছের পুকুরে গিয়ে গঙ্গা মা কে পুজো দিয়ে আসেন । আসবে একদল বরযাত্রী মিষ্টিমুখ করিয়ে, স্বাগত জানানো হয়। আর পাঁচটা বিয়ের আসরের মতো ব্যান্ড পার্টির সংগীতে নেচে ওঠেন আট থেকে আসি । বর-কনের চারপাশ ঘিরে দাঁড়িয়ে থাকেন অতিথিরা।পুরোহিত ‌ মানিক ব্যানার্জি গোধূলিলগ্নে মন্ত্র পড়ে বিয়ে সম্পন্ন করেন । পাকুরে কন্যার মা কৃষ্ণা সেন জানান সবাই আসছে খুব ভালো লাগছে । আমন্ত্রিতদের জন্য আয়োজন করা হয়েছে ভাত সবজি পায়েস সহ নানান কিছু।

আরও পড়ুন – মাধ্যমিকে পাস করার উপহার হিসেবে, বাবার মোবাইল কিনে দিতে দেরি, আত্মঘাতী হলো মেয়ে

বট পাকুড় এর বিয়ে টোপর মাথায় দিয়ে। জলপাইগুড়ি একটি গ্ৰাম মেতে উঠেছে এই বট পাকুরে বিয়েতে । চলছে গান বাজনা বিভিন্ন ধরনের । লাগনো হয়েছে বিভিন্ন লাইট সেজে উঠেছে গ্ৰাম । বিয়ের জন্য প্রস্তুত করা হয়েছে চারপাশ। কলাগাছ দিয়ে সাজানো বিয়ের আসর। উৎসবের মেতে গোটা গ্ৰাম । পাশেই ব্যস্ত রাঁধুনিরা। মূলত বিয়ের জন্য যা কিছু লাগে তার সব আয়োজন দেখা গেল। কিন্তু বর-কনের দেখা নেই‌‌‌ বলতে হচ্ছে বট পাকুর বিয়ে ।দুই গ্রামের মিলে নেমন্ত্রিত হাজার মানুষ।

 

ধুমধামে করে এই বিয়ে হয়েছে জলপাইগুড়ি শহর থেকে একটু দুরে খরিয়াগ্ৰাম পঞ্চায়েত সেবাগ্ৰামে, আয়োজক ভক্ত সংঘ। বিয়েকে ঘিরে বর-কনের জন্য ছাদনাতলা সাজানো হয় । মহিলারা কাছের পুকুরে গিয়ে গঙ্গা মা কে পুজো দিয়ে আসেন । আসবে একদল বরযাত্রী মিষ্টিমুখ করিয়ে, স্বাগত জানানো হয়। আর পাঁচটা বিয়ের আসরের মতো ব্যান্ড পার্টির সংগীতে নেচে ওঠেন আট থেকে আসি । বর-কনের চারপাশ ঘিরে দাঁড়িয়ে থাকেন অতিথিরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top