মহিষাদলে ফেরি সার্ভিসের টেন্ডার দুর্নীতির অভিযোগ বিজেপির,অভিযোগ নস্যাৎ শাসকদলের

মহিষাদলে ফেরি সার্ভিসের টেন্ডার দুর্নীতির অভিযোগ বিজেপির,অভিযোগ নস্যাৎ শাসকদলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মহিষাদলে ফেরি সার্ভিসের টেন্ডার দুর্নীতির অভিযোগ বিজেপির,অভিযোগ নস্যাৎ শাসকদলের। পূর্ব মেদিনীপুরের মহিষাদল বিধানসভার অমৃতবেরিয়া অঞ্চলের অন্তর্গত মায়াচর একটি বিচ্ছিন্ন দ্বীপ। মায়াচরে প্রায় ১০ হাজার মানুষের বাস। রূপনারায়ণ নদ মহিষাদলের মূল ভূখণ্ড থেকে মায়াচরকে আলাদা করে রেখেছে। প্রশাসনিক কাজ, চিকিৎসা,স্কুল কলেজ,কৃষিজীবী মানুষদের কাজে খেয়াই ভরসা। খেয়ার সাহায্যে মায়াচর থেকে মহিষাদলে আসতে হয় মায়াচর নিবাসী মানুষদের।

 

এই ফেরি সার্ভিসকে ঘিরেই দুর্নীতির অভিযোগ আনলো বিজেপি। বিজেপির বক্তব্য আগে টেন্ডার পাশ হয়েছিল তিন লক্ষ পঁচাশি হাজার টাকায়,তখন ভাড়া ছিল ৫ টাকা,কিন্তু এখন কম টাকায় টেন্ডার পাশ হয়েছে , দেড় লক্ষ টাকায় ভাড়া দাড়িয়েছে ১০ টাকায়। এতে সাধারণ খেটে খাওয়া মানুষ পড়েছে অসুবিধায়।তাই আজ বিজেপি বিক্ষোভ দেখায় ফেরিঘাটের সামনে।

আরও পড়ুন – খুশির ঈদ উৎসবে মেতে উঠলো ময়নাগুড়ি

উল্লেখ্য, মহিষাদলে ফেরি সার্ভিসের টেন্ডার দুর্নীতির অভিযোগ বিজেপির,অভিযোগ নস্যাৎ শাসকদলের পূর্ব মেদিনীপুরের মহিষাদল বিধানসভার অমৃতবেরিয়া অঞ্চলের অন্তর্গত মায়াচর একটি বিচ্ছিন্ন দ্বীপ। মায়াচরে প্রায় ১০ হাজার মানুষের বাস। রূপনারায়ণ নদ মহিষাদলের মূল ভূখণ্ড থেকে মায়াচরকে আলাদা করে রেখেছে। প্রশাসনিক কাজ, চিকিৎসা,স্কুল কলেজ,কৃষিজীবী মানুষদের কাজে খেয়াই ভরসা। খেয়ার সাহায্যে মায়াচর থেকে মহিষাদলে আসতে হয় মায়াচর নিবাসী মানুষদের।

 

এই ফেরি সার্ভিসকে ঘিরেই দুর্নীতির অভিযোগ আনলো বিজেপি। বিজেপির বক্তব্য আগে টেন্ডার পাশ হয়েছিল তিন লক্ষ পঁচাশি হাজার টাকায়,তখন ভাড়া ছিল ৫ টাকা,কিন্তু এখন কম টাকায় টেন্ডার পাশ হয়েছে , দেড় লক্ষ টাকায় ভাড়া দাড়িয়েছে ১০ টাকায়। এতে সাধারণ খেটে খাওয়া মানুষ পড়েছে অসুবিধায়।তাই আজ বিজেপি বিক্ষোভ দেখায় ফেরিঘাটের সামনে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top