এবার তৃষা সাহার চিকিৎসার সহযোগিতা করার জন্য এগিয়ে এলো সূর্যসেন মহাবিদ্যালয় এনএসএস ইউনিট 2

এবার তৃষা সাহার চিকিৎসার সহযোগিতা করার জন্য এগিয়ে এলো সূর্যসেন মহাবিদ্যালয় এনএসএস ইউনিট 2

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এবার তৃষা সাহার চিকিৎসার সহযোগিতা করার জন্য এগিয়ে এলো সূর্যসেন মহাবিদ্যালয় এনএসএস ইউনিট 2। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছে সূর্যসেন মহাবিদ্যালয় এর এক ছাত্রী, সেই ছাত্রীর নাম তৃষা সাহা তিনি শিলিগুড়ি শহরের হাকিম পাড়া এলাকার বাসিন্দা। জানা গিয়েছে সম্ভবত কিডনির কোন সমস্যার কারণে তিনি অসুস্থ। চিকিৎসা করানোর জন্য প্রয়োজন ছিল প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আর্থিক দিক থেকে দুর্বল হওয়ার কারণে তার চিকিৎসা হচ্ছিল না বলে জানা যায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে তৃষার শারীরিক অসুস্থতার কথা প্রচারে আনে।

 

বিগত দিনেও সূর্যসেন মহাবিদ্যালয় এনএসএস unit-2 এর সদস্যদের দেখা গিয়েছে সাধারণ গরীব দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে NSS এর মোটো NOT ME BUT YOU আর সেই মোটো কে সামনে রেখে সূর্যসেন মহাবিদ্যালয় এনএসএস ইউনিট 2 এর প্রোগ্রাম অফিসার ববিতা প্রসাদের নেতৃত্বে এবং এনএসএস টিম মেম্বারদের সহযোগিতায় অনলাইন এবং বিভিন্ন মাধ্যমের সাহায্যে মোট 16 হাজার 500 টাকা সেই পরিবারের হাতে তুলে দেওয়া।সূর্যসেন মহাবিদ্যালয় এনএসএস unit-2 এর প্রোগ্রাম অফিসার ববিতা প্রসাদ জানান আমরা বিগত দিনেও মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছি যখন জানতে পারলাম আমাদেরই কলেজের এক ছাত্রী অসুস্থ রয়েছে ঠিক তখনই আমাদের টিমের সদস্য এবং সদস্য পল্লব বিশ্বাস,অনুপ বিশ্বাস ,প্রতিভা রয়, আলকা ঠাকুর, অজয় রায়, অনামিকা সরকার, রাজকুমার সরকার, মনোজ বর্মন, আস্থা কুমারী ভগৎ ,এবং মালতি রয় এর সহযোগিতায় আমরা কিছুটা সাহায্য করার চেষ্টা করলাম তৃষা সাহাকে।

আরও পড়ুন – বিজেপির চোর ধরো জেলে ভরো আন্দোলন মানিকচকে

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছে সূর্যসেন মহাবিদ্যালয় এর এক ছাত্রী, সেই ছাত্রীর নাম তৃষা সাহা তিনি শিলিগুড়ি শহরের হাকিম পাড়া এলাকার বাসিন্দা। জানা গিয়েছে সম্ভবত কিডনির কোন সমস্যার কারণে তিনি অসুস্থ। চিকিৎসা করানোর জন্য প্রয়োজন ছিল প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আর্থিক দিক থেকে দুর্বল হওয়ার কারণে তার চিকিৎসা হচ্ছিল না বলে জানা যায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে তৃষার শারীরিক অসুস্থতার কথা প্রচারে আনে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top