রাজ্য আরও ভাষার দাবি এবং কৃষক মঞ্চের পাট্টার দাবি নিয়ে বিক্ষোভ মিছিল

রাজ্য আরও ভাষার দাবি এবং কৃষক মঞ্চের পাট্টার দাবি নিয়ে বিক্ষোভ মিছিল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজ্য আরও ভাষার দাবি এবং কৃষক মঞ্চের পাট্টার দাবি নিয়ে বিক্ষোভ মিছিল। মঙ্গলবার, জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিল এক্স কে এলও লিং ম্যান মহিলা নারী সংগঠনের পক্ষ থেকে জানা গেছে, তাদের দাবি দীর্ঘদিন ধরে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েও তাদের কোন সুরাহা মেলেনি তাই তারা আজকে গোটা জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল করলো রাজ্য আর ও ভাষার দাবি নিয়ে তারা জানায় যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ না হয় তারা বৃহত্তর আন্দোলনের শামিল হবেন।

 

জানা গেছে রাজ্য সরকার ৪৪২ জন্য, X, K, L, O , লিং ম্যান মহিলা নারী সংগঠনের চাকরির দিবেন বলে আশা দিয়েছিল বারবার কাগজপত্র জমা দেওয়া হলো কোন সূরা মেলেনি‌।

 

পাশাপাশি গতকাল রাতে ময়নাগুড়ি ও ধুপগুড়ি মোট ৯ জন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায় বলেই অভিযোগ, বিদুভূষণ রায় , তপন অধিকারী, থানেশ্বর রায় , বকুল রায়,, আরো বাকি সদস্য কে মোট ৯ জন আটক করে রাত্রে থানায় নিয়ে যায় বলে তাদের দাবি, তাদের দাবি আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য তারা আটক করে নিয়ে যায় কিন্তু আমাদের আন্দোলন চলবেই আমরা এতে থামবো না, আজকের মধ্যে ই যদি তাদেরকে ছেড়ে দেওয়া না হয়। কালকেই আমরা বৃহত্তর আন্দোলনের নামবো।

আরও পড়ুন – জগদীশ নগরে সৌরবিদ্যুৎ পরিচালিত জলের পাইপের উদ্বোধন করলেন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার

মঙ্গলবার, জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিল এক্স কে এলও লিং ম্যান মহিলা নারী সংগঠনের পক্ষ থেকে
জানা গেছে, তাদের দাবি দীর্ঘদিন ধরে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েও তাদের কোন সুরাহা মেলেনি তাই তারা আজকে গোটা জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল করলো রাজ্য আর ও ভাষার দাবি নিয়ে তারা জানায় যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ না হয় তারা বৃহত্তর আন্দোলনের শামিল হবেন।

 

জানা গেছে রাজ্য সরকার ৪৪২ জন্য, X, K, L, O , লিং ম্যান মহিলা নারী সংগঠনের চাকরির দিবেন বলে আশা দিয়েছিল বারবার কাগজপত্র জমা দেওয়া হলো কোন সূরা মেলেনি‌।

 

পাশাপাশি গতকাল রাতে ময়নাগুড়ি ও ধুপগুড়ি মোট ৯ জন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায় বলেই অভিযোগ, বিদুভূষণ রায় , তপন অধিকারী, থানেশ্বর রায় , বকুল রায়,, আরো বাকি সদস্য কে মোট ৯ জন আটক করে রাত্রে থানায় নিয়ে যায় বলে তাদের দাবি, তাদের দাবি আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য তারা আটক করে নিয়ে যায় কিন্তু আমাদের আন্দোলন চলবেই আমরা এতে থামবো না, আজকের মধ্যে ই যদি তাদেরকে ছেড়ে দেওয়া না হয়। কালকেই আমরা বৃহত্তর আন্দোলনের নামবো।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top