দুর্নীতির মামলাকারীকে হত্যার চেষ্টা। উত্তর দিনাজপুরের করনদিঘি ব্লকের মাইনোরিটি ও ব্যাকোয়ার্ড ক্লাস এবং তপশিলি জাতি ও উপজাতি স্কলারশিপ দুর্নীতির মামলার অভিযোগ কারীকে প্রানে মারার চেস্টার ঘটনায় করনদিঘি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মামলার মুল অভিযোগকারী মীরসালিম এবিষয়ে করনদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মঙ্গলবার রাতে।
তিনি পুলিশকে তার লিখিত অভিযোগে জানিয়েছেন, মঙ্গলবার রাতে সাবধান এলাকার বটতলায় তার চার চাকার গাড়ি আটক করে প্রানে মারার চেস্টা করলে তিনি কোন ক্রমে সেখান থেকে বাইপাস হয়ে সোজা করনদিঘি থানায় পৌছান। তার অভিযোগ, করনদিঘি ব্লকে মাইনোরিটি স্কলারশিপ , তপশিলি জাতি ও উপজাতি স্কলারশিপ কান্ডে অভিযুক্ত মহাতাবুদ্দীন সহ হুমায়ুন, সেন্টু বিশ্বাস, বারকাত আলিরা তাকে প্রানে মারার চেস্টা করে।ঘটনার তদন্তে নেমেছে করনদিঘি থানার পুলিশ l
আরও পড়ুন – বাংলা ভাগের চক্রান্তের বিরোধিতা করলেন অভিনেতা মীর
উল্লেখ্য, উত্তর দিনাজপুরের করনদিঘি ব্লকের মাইনোরিটি ও ব্যাকোয়ার্ড ক্লাস এবং তপশিলি জাতি ও উপজাতি স্কলারশিপ দুর্নীতির মামলার অভিযোগ কারীকে প্রানে মারার চেস্টার ঘটনায় করনদিঘি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মামলার মুল অভিযোগকারী মীরসালিম এবিষয়ে করনদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মঙ্গলবার রাতে।
তিনি পুলিশকে তার লিখিত অভিযোগে জানিয়েছেন, মঙ্গলবার রাতে সাবধান এলাকার বটতলায় তার চার চাকার গাড়ি আটক করে প্রানে মারার চেস্টা করলে তিনি কোন ক্রমে সেখান থেকে বাইপাস হয়ে সোজা করনদিঘি থানায় পৌছান। তার অভিযোগ, করনদিঘি ব্লকে মাইনোরিটি স্কলারশিপ , তপশিলি জাতি ও উপজাতি স্কলারশিপ কান্ডে অভিযুক্ত মহাতাবুদ্দীন সহ হুমায়ুন, সেন্টু বিশ্বাস, বারকাত আলিরা তাকে প্রানে মারার চেস্টা করে।ঘটনার তদন্তে নেমেছে করনদিঘি থানার পুলিশ l দুর্নীতির মামলাকারীকে