ঘটকপুকুরে প্রতিবাদ সভায় ISF কে অবৈধ দল ও কাশ্মীর জঙ্গি সংগঠনের তকমা। আই এস এফ এর হাতে গুরুতর জখম হয় একজন তৃণমূল কর্মী ঘটনাস্থলে ভাঙ্গড় থানার পুলিশ গিয়ে আইএসএফের একজন কর্মীকে গ্রেফতার করে তারপর পুলিশ গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে আইএসএফ কর্মীরা। মঙ্গলবার বিকাল চারটায় তৃণমূল কর্মীকে আক্রমণের প্রতিবাদে তৃণমূল কর্মীরা ঘটকপুকুর বাজারে এটি প্রতিবাদ সভা করেন সেই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লা কাইজার আহমেদ আহসান মোল্লা বাহারুল ইসলাম থেকে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেতৃত্বরা।
মঞ্চে বক্তব্য দিতে গিয়ে চন্দনেশ্বর দু নম্বর অঞ্চলের উপপ্রধান আলাউদ্দিন মোল্লা বলেন আমার তো মনে হয় আইএসএফ একটি কাশ্মীরে জঙ্গি সংগঠন দল তাদের তাদের ঝান্ডা লাগানোর অনুমতি কেন পুলিশ দেবে? তিনি বলেন আমার তো মনে হয় এরকম অবৈধ ঝান্ডা যদি ভাঙড়ে লাগানো হয় তাহলে পুলিশকে অনুরোধ করব তাদের ঝান্ডা গুলো খুলে দেওয়ার জন্য। যে দলের কোন রেজিস্ট্রেশন নেই সেই দলের ঝান্ডা কেন ভাঙড়ে উড়বে। আমি বারবার প্রশাসনকে বলেছি তাদের দলের রেজিস্ট্রেশনটা আমার হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য কিন্তু তাদের রেজিস্ট্রেশন দিতে পারিনি।এ বিষয়ে আইএসএমের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন। আমরা যদি কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে থাকি এসটিএফ কি করছে আমাদের বিরুদ্ধে তাহলে এস টি এফ একশন নিচ্ছে না কেন এ নাই কি করছে তারা অ্যাকশান নিচ্ছে না কেন।
আরও পড়ুন – প্রতিবন্ধী কন্যা দায়গ্রস্ত পিতাকে উদ্ধার করলও স্বেচ্ছাসেবী সংস্থা
উনি যেই অভিযোগটা করেছে, এটা নিয়ে আমরা আইনের দ্বারস্থ হবো অনেকে প্রমাণ করতে হবে যে আইএসএফ একটি জঙ্গি সংগঠন দল।এ বিষয়ে আইএসএমের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন। আমরা যদি কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে থাকি এসটিএফ কি করছে আমাদের বিরুদ্ধে তাহলে এস টি এফ একশন নিচ্ছে না কেন এ নাই কি করছে তারা অ্যাকশান নিচ্ছে না কেন। উনি যেই অভিযোগটা করেছে, এটা নিয়ে আমরা আইনের দ্বারস্থ হবো অনেকে প্রমাণ করতে হবে যে আইএসএফ একটি জঙ্গি সংগঠন দল।