কবে বাগদান পরিণীতি-রাঘবের? বিয়ে করছেন নাকি সবটাই গুঞ্জন?

কবে বাগদান পরিণীতি-রাঘবের? বিয়ে করছেন নাকি সবটাই গুঞ্জন?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কবে বাগদান পরিণীতি-রাঘবের? বিয়ে করছেন নাকি সবটাই গুঞ্জন? আপ সাংসদ রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার বিয়ে নিয়ে তোলপাড় বলিউড। আদপে বিয়ে করছেন নাকি সবটাই গুঞ্জন? তা নিয়েও চলছিল জোর জল্পনা। এরই মধ্যে পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়ার ভারতে আগমন ও বন্ধু হার্ডি সান্ধুর বিয়ে নিয়ে খোলাখুলি মন্তব্য রাখতেই কার্যত ওই খুশির খবরে শিলমোহর পড়েছে। এবার সামনে এল তাঁর বাগদানের তারিখ। ‘হিন্দুস্থান টাইমস’-এর এক প্রতিবেদন জানাচ্ছে এই মাসের প্রথম দিকেই নাকি পরিবারের প্রিয়জনদের উপস্থিতিতে বাগদানটা সেরে ফেলতে চাইছেন তিনি। ইতিমধ্যেই নাকি দিল্লি পৌঁছে গিয়েছেন পরিণীতি। তাঁকে বিমানবন্দর থেকে আনতে হাজির হয়েছিলেন রাঘবও। সূত্র বলছে, বাগদান নিয়ে এখনই কিছু বলতে চান না পরি। সব ঠিকঠাক করে মিটলে তবেই প্রকাশ্যে আনবেন সবটা। সূত্র আরও জানাচ্ছে, কাছের বন্ধু, পরিবার নিয়ে চুপিসারেই হবে বাগদানের অনুষ্ঠান। প্রিয়াঙ্কা চোপড়াও এখন ভারতে, তাই তাঁর উপস্থিতিতেই সবটা হওয়ার প্ল্যান রয়েছে। ইতিমধ্যেই পরিণীতির তুতো বোন মীরাও নাকি পৌঁছে গিয়েছেন দিল্লিতে। সবাই ব্যস্ত, তাই একটু অবসর পেতেই সময় আর নষ্ট করতে চাইছেন না দুই পরিবারই। তবে বাগদান সেরেই নাকি লন্ডনে উড়ে যাবেন পরী। আগামী ছবির শুটিং সারবেন তিনি।

 

 

 

 

 

 

লন্ডন স্কুল অব ইকোনমিক্সে দু’জনে একসঙ্গে পড়াশোনা করেছেন। এর পর দুজনের কেরিয়ার আলাদা হয়ে গেলেও বন্ধুত্ব ফিকে হয়নি। দুজনেই ঘুরতে ভালবাসেন। রয়েছে চরিত্রগত মিলও। আর এত মিলই দুজনকে এনে দিয়েছেন কাছাকাছি। এর আগে যখন সিঙ্গল ছিলেন তখন প্রেম নিয়ে মুখ খুলেছিলেন পরিণীতি। বলেছিলেন, “আমার বিয়ের ইচ্ছে রয়েছে। ইচ্ছে রয়েছে সন্তান ধারণেরও। আমি এমন একটা কেরিয়ার চাই যাতে উত্থান ও পতন দুই-ই থাকবে।” যোগ করেছিলেন, “বহুদিন ধরে অনেকের প্রেম জীবনের সম্পর্কে ওয়াকিবহাল আমি। বিয়ে সব সময়েই পরবর্তী পদক্ষেপ। যেদিন মনের মানুষকে খুঁজে পেয়ে যাব, ভালবাসব। বিয়ে করতে চাইব।” অবশেষে সেই মনের মানুষের হদিশ মিলেছেন তাঁর, অন্তত তেমনটাই জানাচ্ছেন তাঁর কাছের মানুষেরা।

 

 

 

 

আরও পড়ুন –  শাহরুখের ছেলের কোন কাজ দেখে উচ্ছ্বসিত নেটপাড়া?

 

 

কিছু দিন আগে সমাজবাদী পার্টি নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন স্বরা ভাস্কর। এবার আবারও এক হচ্ছে রাজনীতি ও বলিউড। পরিণীতি ও রাঘব যদিও মুখে কুলুপ এঁটেছেন। তবে পরিণীতির ঘনিষ্ঠ বন্ধু হার্ডি সান্ধু কিছু দিন আগেই ফাঁস করে দিয়েছিলেন গোপন কথা। এর আগে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ও আপ সাংসদ রাঘব চাড্ডাকে খোঁচা দিয়েছিলেন পরীণীতির সঙ্গে সম্পর্ক নিয়ে। রাঘব চাড্ডা মেহুল চোকসির বিরুদ্ধে রেড কর্নার নোটিস প্রত্যাহার করা নিয়ে আলোচনার দাবিতে মুলতুবি প্রস্তাব পেশ করলে তিনি তা খারিজ করে দেন এবং মজা করে বলেন, “সোশ্যাল মিডিয়ায় এমনিই অনেক জায়গা দখল করে রয়েছো তুমি। আজকের দিনটা চুপ থাকাই শ্রেয়।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top