Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল পুরনো রুটেই, রাজ্যকে জানালো

গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল পুরনো রুটেই, রাজ্যকে জানালো আদালত

গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল পুরনো রুটেই, রাজ্যকে জানালো আদালত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল পুরনো রুটেই, রাজ্যকে জানালো আদালত

ফের আদালতে ধাক্কা রাজ্য সরকারের। গ্রুপ ডির পরীক্ষার্থীদের মিছিল করা নিয়ে আদালতে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল রাজ্য। কিন্তু আদালত থেকে সেই পুনর্বিবেচনার আরজি খারিজ করে দেয়া হলো। কলকাতা হাইকোর্টে তরফ থেকে জানানো হয়েছে, গ্রুপ ডির পরীক্ষার্থীদের মিছিল পুরনো রুটেই চলবে।

আরও পড়ুন: আধার কার্ড প্রতারণায় এবার টাকা খোওয়ালেন হাওড়ার এক ব্যক্তি

শাসকদলের বিরুদ্ধে বিরোধীদের সভাই হোক, কিংবা চাকরি প্রার্থীদের প্রতিবাদের মিছিল, সরকারে যেই রাজনৈতিক দলই থাকুক না কেন, এছবি নতুন নয়। আর এবার গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল নিয়েও ‘আপত্তি’-র পাঁচিল খাড়া করলেও আদতে ধোপে টিকল না। কার্যতই গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল (Group D Jobseekers Rally) নিয়ে আদালতে ধাক্কা রাজ্য সরকারের (West Bengal Government)। রাজ্যের তরফে দায়ের করা রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ। আর্জি খারিজ। রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল পূর্বনির্ধারিত রুটেই হবে, জানাল কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল পূর্বনির্ধারিত রুটেই হবে, জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

 

গত ২০ শে সেপ্টেম্বরের রায়ই বহাল রাখলেন বিচারপতি জয় সেনগুপ্ত (Justice Joy Sengupta)। শান্তিপূর্ণ মিছিলের দায়িত্ব আয়োজক এবং পুলিশ দুপক্ষেরই, জানাল আদালত (Court)। ‘থিয়েটার রোড এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল থেকে শুরু হবে মিছিল। নিজাম প্যালেসের (Nizam Palace) সামনে দিয়ে রবীন্দ্রসদন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড হয়ে হাজরা মোড়ে শেষ হবে মিছিল।আগামী ২৭ সেপ্টেম্বর দুপুর ১টায় হবে মিছিল।

 

রাজ্য সরকার যে স্কুলগুলি কথা উল্লেখ করেছে সেগুলি কোনওটিই ক্যামাক স্ট্রিটের ওপরে নয়’, কোনও বিক্ষোভ সমাবেশ নয়, মিছিল করে চলে যাবে, আপত্তি কোথায়, প্রশ্ন আদালতের। ট্রাফিক জ্যাম হবে, সওয়াল করে রাজ্য। ‘রাজ্য এনিয়ে কথা বললে বিপদ বাড়বে’, মামলাকারীরা ২১ জুলাইয়ের কথা বলবে, মন্তব্য বিচারপতির। স্কুলের কথা ভাবলে ২১ জুলাই শহর স্তব্ধ করে দিত না, সওয়াল মামলাকারির আইনজীবীর। কথা উল্লেখ করেছে সেগুলি কোনওটিই ক্যামাক স্ট্রিটের ওপরে নয়’, কোনও বিক্ষোভ সমাবেশ নয়, মিছিল করে চলে যাবে, আপত্তি কোথায়, প্রশ্ন আদালতের। ট্রাফিক জ্যাম হবে, সওয়াল করে রাজ্য। ‘রাজ্য এনিয়ে কথা বললে বিপদ বাড়বে’, মামলাকারীরা ২১ জুলাইয়ের কথা বলবে, মন্তব্য বিচারপতির। স্কুলের কথা ভাবলে ২১ জুলাই শহর স্তব্ধ করে দিত না, সওয়াল মামলাকারির আইনজীবীর।

en.wikipedia.org

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top