বিনোদন – বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’-র তৃতীয় পর্ব ঘিরে উত্তেজনা তুঙ্গে, তবে হঠাৎ করেই এক নয়া বিতর্কে জড়ালেন ছবির মূল অভিনেতারা। পরেশ রাওয়ালের ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় হতাশ ভক্তরা। তার চেয়েও বড় চমক, এই সিদ্ধান্তের জেরে অক্ষয় কুমার তাঁর সহ-অভিনেতার বিরুদ্ধে পাঠালেন আইনি নোটিস।জানা গেছে, অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’-এর তরফে পাঠানো সেই নোটিসে উল্লেখ করা হয়েছে, পরেশ রাওয়াল শুটিং শুরু করে ও চুক্তিপত্রে স্বাক্ষর করার পরেও একতরফা ভাবে ছবিটি থেকে বেরিয়ে গিয়েছেন। এর ফলে প্রযোজনা সংস্থার বিপুল আর্থিক ক্ষতি হয়েছে, এবং তা পূরণ করতে অভিনেতার কাছে ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।নোটিসে আরও অভিযোগ, পরেশ রাওয়ালের আচরণ ‘চরম অপেশাদার’ ও ‘বাণিজ্যিক নৈতিকতার পরিপন্থী’। তিনি চুক্তি অনুযায়ী কাজ করবেন বলে সম্মতি জানিয়েছিলেন, এমনকি চুক্তির অর্থও গ্রহণ করেছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি ছবি থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেন, যা আইনি শর্ত লঙ্ঘন।এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, যদি তিনি ছবিতে কাজ করতে না চান, তাহলে শুরুতেই সেটি জানানো উচিত ছিল। শুটিং শুরু হয়ে যাওয়ার পর বেরিয়ে যাওয়া প্রযোজকদের বিপাকে ফেলে দেয়।এই ঘটনায় ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই ‘হেরা ফেরি ৩’ দর্শকদের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এমন সময় এই রকম বিতর্ক ভক্তদের মন খারাপ করেছে।
