সেগুন কাঠ সহ একটি কন্টেইনার গাড়ি আটক করল পুলিশ

সেগুন কাঠ সহ একটি কন্টেইনার গাড়ি আটক করল পুলিশ। ৪০০ সিএফটি সেগুন কাঠ সহ একটি কন্টেইনার গাড়ি আটক করলো শামুকতলা থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে। গোপন খবরের ভিত্তিতে জাতীয় সড়কের ধারসি চৌপতিতে গাড়িটিকে আটক করে শামুকতলা থানার ওসি অভিষেক ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে,মেঘালয় থেকে মহারাষ্ট্রের নাগপুর পর্যন্ত গাড়িটি যাওয়ার কথা ছিল । গাড়িটিতে মোম বোঝাই করা আছে এমন কাগজ গাড়িটিতে ছিল।

 

জিএসটি কাটা ছিল মোমের। আন্তর্জাতিক পাচার চক্রের পান্ডাদের কাঠ পাচার রুখে দিল শামুকতলা থানার পুলিশ। মেঘালয় থেকে ধারসী পর্যন্ত আসতে জাতীয় সড়কে বেশ কয়েকটি নাকা চেকিং সহ সেলটেক্স অফিস রয়েছে। প্রশাসনিক কর্মকর্তাদের চোখে ধুলো দিয়ে কি করে গাড়িটি জাতীয় সড়কের ধারসি চৌপতি পর্যন্ত আসলো তাই নিয়ে প্রশ্ন উঠেছে। ‌ যদিও এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি কারো কাছ থেকে। ‌ স্বাভাবিকভাবেই মনে হচ্ছে শামুকতলা থানার পুলিশের সোর্স অনেকটাই বেশি অন্যান্য প্রশাসনিক কর্তাদের চেয়ে। ‌

আরও পড়ুন – কর্মীদের চাঙ্গা করতে মাঠে উদয়ন

উল্লেখ্য, ৪০০ সিএফটি সেগুন কাঠ সহ একটি কন্টেইনার গাড়ি আটক করলো শামুকতলা থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে। গোপন খবরের ভিত্তিতে জাতীয় সড়কের ধারসি চৌপতিতে গাড়িটিকে আটক করে শামুকতলা থানার ওসি অভিষেক ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে,মেঘালয় থেকে মহারাষ্ট্রের নাগপুর পর্যন্ত গাড়িটি যাওয়ার কথা ছিল ।

 

গাড়িটিতে মোম বোঝাই করা আছে এমন কাগজ গাড়িটিতে ছিল।জিএসটি কাটা ছিল মোমের। আন্তর্জাতিক পাচার চক্রের পান্ডাদের কাঠ পাচার রুখে দিল শামুকতলা থানার পুলিশ। মেঘালয় থেকে ধারসী পর্যন্ত আসতে জাতীয় সড়কে বেশ কয়েকটি নাকা চেকিং সহ সেলটেক্স অফিস রয়েছে। প্রশাসনিক কর্মকর্তাদের চোখে ধুলো দিয়ে কি করে গাড়িটি জাতীয় সড়কের ধারসি চৌপতি পর্যন্ত আসলো তাই নিয়ে প্রশ্ন উঠেছে। ‌ যদিও এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি কারো কাছ থেকে। ‌ স্বাভাবিকভাবেই মনে হচ্ছে শামুকতলা থানার পুলিশের সোর্স অনেকটাই বেশি অন্যান্য প্রশাসনিক কর্তাদের চেয়ে। ‌