‘জওয়ান’-এ ‘বেকরার করকে হমে…’-তে নাচতে দেখা গেল শাহরুখ খানকে,কিন্তু এই গানের কোরিওগ্রাফার কে জানেন?

‘জওয়ান’-এ ‘বেকরার করকে হমে…’-তে নাচতে দেখা গেল শাহরুখ খানকে,কিন্তু এই গানের কোরিওগ্রাফার কে জানেন?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘জওয়ান’-এ ‘বেকরার করকে হমে…’-তে নাচতে দেখা গেল শাহরুখ খানকে,কিন্তু এই গানের কোরিওগ্রাফার কে জানেন? সত্য মুক্তি পেয়েছে জওয়ান ছবি প্রিভিউ। শাহরুখ খান অবশেষে প্রকাশ্যে এনেছেন তাঁর লুক। শোনা গিয়েছে এই ছবিতে মোট ছয় লুকে দেখতে পাওয়া যাবে শাহরুখ খানকে। তবে সব থেকে বেশি চমক জাগিয়েছিল শাহরুখ খানের ন্যাড়া মাথা লুক। যা দেখে রীতিমতো অবাক হয়েছিল নেট দুনিয়ায়। শাহরুখ খানের এই লুক বিশ্বাস করতে পারছিলেন না অনেকেই, তবে এই লুকে হয়েছে কিং খানকে অনবদ্য লাগতে পারে, তা তিনি প্রমাণ করে দিয়েছেন ইতিমধ্যেই। প্রিভিউর শেষ অংশে অ্যাকশন থেকে খানিক বিরতি। সেখানে ‘বিশ সাল বাদ’ ছবির বিখ্যাত গান ‘বেকরার করকে হমে…’-তে নাচতে দেখা গেল শাহরুখ খানকে।

 

 

 

 

 

 

ঝড়ের গতিতে ভাইরাল হল তা সোশ্যাল মিডিয়ায়। কেরিয়ারে এই প্রথম নিজের নাচ নিজেই কোরিওগ্রাফ করলেন কিং খান। যা দেখে রীতিমতো চমকে গিয়েছে দর্শকেরা। বয়স যত বাড়ছে ততই যেন খোলস ছেড়ে বেরোচ্ছেন শাহরুখ খান, দিন দিন পাল্টাচ্ছে তাঁর লুক, পাল্টাচ্ছে তাঁর অভিনয়, পাল্টাচ্ছে তাঁর পর্দায় উপস্থাপনা। তবে জওয়ান ছবি যে ইতিমধ্যেই দর্শকমহলে উত্তেজনার পারদ তুঙ্গে তুলেছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এখন সকলেই মুখিয়ে রয়েছেন কবে মুক্তি পাবে ছবির টিজ়ার ট্রেলার। সেপ্টেম্বর মাসেই মুক্তি পেতে চলেছে এই ছবি। তার আগেই মোটা টাকায় বিক্রি হয়েছে ছবির স্বস্ত্ব।

 

 

 

আরও পড়ুন – ভোট হিংসায় আহতদের দেখতে SSKM-এ মমতা, আর্থিক ক্ষতিপূরণের টাকা তুলে দিলেন আহতদের…

 

 

 

এক মেট্রো হাইজ্যাক করেছেন তিনি, এমনই দৃশ্যে বেজে ওঠে এই গান। সেখানেই ভিলেন শাহরুখকে দেখে রীতিমতো অবাক প্রত্যেকে। তবে ছবিতে এই গান ব্যবহার করার বুদ্ধি দিয়েছিলেন পরিচালক অ্যাটলি। গান তিনি নির্বাচন করেছিলেন, তবে শাহরুখ খানের এই নাচ কোরিওগ্রাফ করেছে কে তা জানলে রীতিমতো অবাক হতে হয়। এবার রহস্য ভেদ করলেন খোদ কিং খান। স্পষ্ট জানিয়ে দিলেন, এই নাচের কোরিওগ্রাফ করেছেন তিনি নিজেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top