আটবিঘে ধানের গাদায় আগুন ধরিয়ে দিল দুস্কৃতিরা, চাঞ্চল‍্য চাঁচলে

আটবিঘে ধানের গাদায় আগুন ধরিয়ে দিল দুস্কৃতিরা, চাঞ্চল‍্য চাঁচলে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আটবিঘে

আটবিঘে ধানের গাদায় আগুন ধরিয়ে দিল দুস্কৃতিরা,চাঞ্চল‍্য চাঁচলে। ঘূর্ণিঝড় জাওয়াদের হাত থেকে ফসল বাঁচাতে মাঠের এক কোণে মজুত করেছিলেন ধান। কিন্তু গতকাল গভীর রাত্রে সেই ধানের গাদায় আগুন ধরিয়ে দিলো দুষ্কৃতীরা।এমনই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচলের গোরকপুরের একটি দ্বি ফসলের মাঠে। ৮ বিঘা জমির জমির ধান পুড়ে ছাই হয়ে যাওয়ায় নিস্ব ভাগচাষী।প্রশাসনের কাছে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ওই কৃষক তফজ্জল হোসেন।

 

তফজ্জল হোসেনের আদিবাড়ি গোরকপুরে হলেও বর্তমানে চাঁচলে শহরে থাকেন। তার নিজস্ব জমিতে সে আমন ধান লাগানো সে আমন ধান লাগান। জাওয়াদ ঘূর্ণিঝড়ের প্রভাবে নষ্ট হয়ে যেতে পারে ধান এই আশঙ্কায় ধান কেটে মাঠের একপাশে জমা করে রেখেছিলেন।

 

কিন্তু গতকাল রাত্রে সেই ধানের গাদায় আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ।এদিন সাতসকালে তাফাজ্জাল বাবু শুনতে পান তার ধানের গাদায় নাকি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আগুনে ভস্মীভূত আট বিঘা জমির ধান। কৃষক তফজ্জর হোসেনের দাবি,আট বিঘে জমির ধান ছিল।প্রায় পঞ্চাশ কুইন্টাল ফলন বের হত।যার সরকারি মূল‍্য প্রায় লক্ষাধিক টাকা তিনি দাবি করেছেন তিনি।গোটা ঘটনা নিয়ে তিনি চাঁচল থানায় লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন।

 

এলাকার পঞ্চায়েত সদস্য নাসের হক জানান, আমি বিষয়টি জানতে পেরেছি আমি এ নিয়ে চাচোল 2 নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষয়টি জানিয়েছে। ওই জমির মালিক কিছু সরকারি সহযোগিতা পেলে উঠে দাঁড়াতে পারবে।

 

আর ও পড়ুন    অকাল বর্ষণে আলু চাষিদের মাথায় হাত

 

উল্লেখ্য, আটবিঘে ধানের গাদায় আগুন ধরিয়ে দিল দুস্কৃতিরা,চাঞ্চল‍্য চাঁচলে। ঘূর্ণিঝড় জাওয়াদের হাত থেকে ফসল বাঁচাতে মাঠের এক কোণে মজুত করেছিলেন ধান। কিন্তু গতকাল গভীর রাত্রে সেই ধানের গাদায় আগুন ধরিয়ে দিলো দুষ্কৃতীরা।এমনই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচলের গোরকপুরের একটি দ্বি ফসলের মাঠে। ৮ বিঘা জমির জমির ধান পুড়ে ছাই হয়ে যাওয়ায় নিস্ব ভাগচাষী।প্রশাসনের কাছে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ওই কৃষক তফজ্জল হোসেন।তফজ্জল হোসেনের আদিবাড়ি গোরকপুরে হলেও বর্তমানে চাঁচলে শহরে থাকেন।

 

তার নিজস্ব জমিতে সে আমন ধান লাগানো সে আমন ধান লাগান। জাওয়াদ ঘূর্ণিঝড়ের প্রভাবে নষ্ট হয়ে যেতে পারে ধান এই আশঙ্কায় ধান কেটে মাঠের একপাশে জমা করে রেখেছিলেন।কিন্তু গতকাল রাত্রে সেই ধানের গাদায় আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ।এদিন সাতসকালে তাফাজ্জাল বাবু শুনতে পান তার ধানের গাদায় নাকি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আগুনে ভস্মীভূত আট বিঘা জমির ধান। কৃষক তফজ্জর হোসেনের দাবি,আট বিঘে জমির ধান ছিল।প্রায় পঞ্চাশ কুইন্টাল ফলন বের হত।যার সরকারি মূল‍্য প্রায় লক্ষাধিক টাকা তিনি দাবি করেছেন তিনি।গোটা ঘটনা নিয়ে তিনি চাঁচল থানায় লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top