আজ সকালের বিমানে কলকাতা থেকে দিল্লি গেলেন দিলীপ ঘোষ

আজ সকালের বিমানে কলকাতা থেকে দিল্লি গেলেন দিলীপ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বিমানে

আজ সকালের বিমানে কলকাতা থেকে দিল্লি গেলেন দিলীপ ঘোষ। গতকাল ফুলবাগানের সভায় মুখ্যমন্ত্রী বলেছেন কলকাতা পৃথিবীর মধ্যে সবথেকে সুরক্ষিত জায়গা মহিলাদের জন্য। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন
কলকাতার পুলিশের কাছেই মহিলারা সুরক্ষিত নয়। আমরা জানি যে পুলিশের কাছে সহযোগিতা চাইতে গিয়েছিলেন সেই মহিলাকে শ্লীলতাহানি করেছে পুলিশ। উনি বললে হবে না সাধারণ মানুষ বললে তবেই সুরক্ষিত হবে। গায়ের জোরে মুখ বন্ধ করে দিয়ে যদি বলেন এখানে শান্তি চলছে আমার মনে হয় বেশি বলা হয়ে যাবে।

 

বর্ধমানে বাস থেকে বোমা সহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। এই  প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,  গ্রামে গঞ্জে বোম বন্দুকের কারখানা চলছে। টিএমসির পার্টি অফিসে বস্তা বস্তা বোম পাওয়া যায়। আমার মনে হয় সেটাই এখন শিল্প হয়ে গিয়েছে। বাসে গাড়িতে করে চারিদিকে সাপ্লাই হচ্ছে। আইন শৃঙ্খলা ব্যবস্থা কোথায় পৌঁছেছে যে সমাজ বিরোধীরা কত বেপরোয়া হয়ে গিয়েছে। এসমস্ত ঘটনা থেকেই বোঝা যায়।

 

দুর্গাপুজো বিশ্ব দরবারে স্বীকৃতি পেল গতকাল। এপ্রসঙ্গে তিনি বলেন,  টিএমসি কি দুর্গা পুজো শুরু করেছে পশ্চিমবাংলায়। এমন ভাব করছে যেন এয়ারপোর্ট ওরাই তৈরি করছে। স্বাধীনতা নিয়েছে। হাওড়ার ব্রিজ ওরা করেছে। যা ছিল ওটাকে নষ্ট করছে ওরা। দুর্গা পূজায় লোককে কেন কোর্টে যেতে হয় পারমিশানের জন্য। বিসর্জনের জন্য কেন কোর্টে যেতে হয় কত দুর্ভাগ্যের বিষয়। একটা বিশ্ব বিখ্যাত ঐতিহ্য ওরা রাজনৈতিক স্বার্থে, ভোটের কলুষিত করছে। এটা আমাদের গৌরবের যে ইউনেস্কো থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যাতে পুজোর গরিমাটা বজায় থাকে দেখুক টিএমসি।

 

আর ও পড়ুন     রাজ্যে জাঁকিয়ে বসেছে শীত, আগামী কয়েকদিনে বাড়বে আরও ঠান্ডা

 

উল্লেখ্য, আজ সকালের বিমানে কলকাতা থেকে দিল্লি গেলেন দিলীপ ঘোষ। গতকাল ফুলবাগানের সভায় মুখ্যমন্ত্রী বলেছেন কলকাতা পৃথিবীর মধ্যে সবথেকে সুরক্ষিত জায়গা মহিলাদের জন্য। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কলকাতার পুলিশের কাছেই মহিলারা সুরক্ষিত নয়। আমরা জানি যে পুলিশের কাছে সহযোগিতা চাইতে গিয়েছিলেন সেই মহিলাকে শ্লীলতাহানি করেছে পুলিশ। উনি বললে হবে না সাধারণ মানুষ বললে তবেই সুরক্ষিত হবে।

 

গায়ের জোরে মুখ বন্ধ করে দিয়ে যদি বলেন এখানে শান্তি চলছে আমার মনে হয় বেশি বলা হয়ে যাবে। বর্ধমানে বাস থেকে বোমা সহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। এই  প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,  গ্রামে গঞ্জে বোম বন্দুকের কারখানা চলছে। টিএমসির পার্টি অফিসে বস্তা বস্তা বোম পাওয়া যায়। আমার মনে হয় সেটাই এখন শিল্প হয়ে গিয়েছে। বাসে গাড়িতে করে চারিদিকে সাপ্লাই হচ্ছে। আইন শৃঙ্খলা ব্যবস্থা কোথায় পৌঁছেছে যে সমাজ বিরোধীরা কত বেপরোয়া হয়ে গিয়েছে। এসমস্ত ঘটনা থেকেই বোঝা যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top