অশোকনগরে গণ উপনয়ন

অশোকনগরে গণ উপনয়ন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
অশোকনগরে

অশোকনগরে গণ উপনয়ন। উত্তর ২৪ পরগনা জেলার  অশোকনগর কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির উদ্যোগে গণ উপনয়নের ব্যবস্থা করা হলো। অশোকনগর কল্যাণগড় পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তাঁতকল মাঠ এলাকায় সংস্থার মূল ভবনে সোমবার এই গণ উপনয়নের ব্যবস্থা করা হয় । ২০১১ সাল থেকে এই গণ উপনয়নের ব্যবস্থা করে আসছে অশোকনগরের এই পুরোহিত চেতনা কল্যাণ সমিতি।

 

মাঝে করোনার কারণে দু’বছর এই উদ্যোগ বন্ধ ছিল । করোনার প্রকোপ কমায় এবার ফের গণ উপনয়নের ব্যবস্থা করা হয় ।এদিন ১৭ জন উপনয়ন নিতে আসে । মূলত উপনয়নের বিপুল খরচ হওয়ার কারণে অনেকেই তা করে উঠতে পারেন না আর উপনয়ন ছাড়া পূজা আর্চা কোন কিছুই করা সম্ভব হয় না । তাই সামান্য খরছে এই গণ উপনয়নের ব্যবস্থা করায় খুশি উপনয়ন নিতে আসা ছেলেদের পরিবার ।

 

এছাড়াও সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজ কর্ম করে থাকে অশোকনগরের এই পুরোহিত চেতনা কল্যাণ সমিতি। উদ্যোক্তারা জানিয়েছে এর পরে তারা গণবিবাহের আয়োজন করবে ।মূলত দরিদ্র সীমায় বসবাসকারী পরিবারগুলোর কথা ভেবে তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোগতারা ।

 

আর ও পড়ুন    অশোকনগর পৌর এলাকায় তিনটে গাড়ি ও একটি দোকানে আগুন

 

উল্লেখ্য, অশোকনগরে গণ উপনয়ন। উত্তর ২৪ পরগনা জেলার  অশোকনগর কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির উদ্যোগে গণ উপনয়নের ব্যবস্থা করা হলো। অশোকনগর কল্যাণগড় পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তাঁতকল মাঠ এলাকায় সংস্থার মূল ভবনে সোমবার এই গণ উপনয়নের ব্যবস্থা করা হয় । ২০১১ সাল থেকে এই গণ উপনয়নের ব্যবস্থা করে আসছে অশোকনগরের এই পুরোহিত চেতনা কল্যাণ সমিতি।

 

মাঝে করোনার কারণে দু’বছর এই উদ্যোগ বন্ধ ছিল । করোনার প্রকোপ কমায় এবার ফের গণ উপনয়নের ব্যবস্থা করা হয় ।এদিন ১৭ জন উপনয়ন নিতে আসে । মূলত উপনয়নের বিপুল খরচ হওয়ার কারণে অনেকেই তা করে উঠতে পারেন না আর উপনয়ন ছাড়া পূজা আর্চা কোন কিছুই করা সম্ভব হয় না । তাই সামান্য খরছে এই গণ উপনয়নের ব্যবস্থা করায় খুশি উপনয়ন নিতে আসা ছেলেদের পরিবার ।

 

এছাড়াও সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজ কর্ম করে থাকে অশোকনগরের এই পুরোহিত চেতনা কল্যাণ সমিতি। উদ্যোক্তারা জানিয়েছে এর পরে তারা গণবিবাহের আয়োজন করবে ।মূলত দরিদ্র সীমায় বসবাসকারী পরিবারগুলোর কথা ভেবে তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোগতারা ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top