পুরুলিয়ার বড়ন্তীতে আয়োজিত হল এক বিশেষ সাহিত্য সভা

পুরুলিয়ার বড়ন্তীতে আয়োজিত হল এক বিশেষ সাহিত্য সভা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পুরুলিয়ার বড়ন্তীতে আয়োজিত হল এক বিশেষ সাহিত্য সভা। পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের তালিকায় পুরুলিয়ার বড়ন্তীর স্থান জ্বলজ্বল করছে। আর এই বড়ন্তির অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য কে সামনে রেখে বর্ষবরণের দিনে অনুষ্ঠিত হল একটি মনোরম সাহিত্য সভা ও কবিতা পাঠের আসর। এই সভাটি অনুষ্ঠিত হয় স্ফুলিঙ্গ সাহিত্য পত্রিকা ও সাতুড়ী সানরাইজ নামে একটি সামাজিক মাধ্যমের পক্ষ থেকে।

 

এদিন সাহিত্য আলোচনা, কবিতা ও সঙ্গীতের মধ্য দিয়ে বর্ষবরণের দিনটি সুন্দর ভাবে উদযাপিত হয়। এই অনুষ্ঠানে পুরুলিয়া ,বাঁকুড়া, আসানসোল এমনকি সুদূর ঝাড়খণ্ডের কবি ও সাহিত্য প্রেমীরা যোগদান করেন। এই অনুষ্ঠানের উল্লেখযোগ্য উপস্থিতি হলো সন্মানীয় জলধর কর্মকার, দিগেন বর্মন,দয়াময় মন্ডল, নবারুণ মল্লিক, কবি অপর্ণা দেওঘরিয়া এবং অসংখ্য কবি ও সাহিত্যিক গণ।

আর ও পড়ুন      বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের প্রাণের ইছামতীর পাড়ে নববর্ষ পালন

আয়োজক উজ্জ্বল গোপ জানান, মানভুমের উপেক্ষিত সাহিত্য উপাদান কে নতুনভাবে তুলে ধরাই এই সাহিত্য সভার মূল উদ্দেশ্য।
বিশেষ ভাবে উল্লেখ্য যোগ্য এই অনুষ্ঠানে কবি ও সাংবাদিক শান্তিপ্রিয় গুরু সম্পাদিত সাধনা পত্রিকাটি র এপ্রিল, 2022 সংখ্যাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। স্ফুলিঙ্গ পত্রিকার সম্পাদক উজ্জ্বল গোপ এবং শান্ত কুমার সরেন সুন্দর ও সাবলীল ভাবে সাহিত্য সভা ও কবিতা পাঠের আসর টি পরিচালনা করেন করেন।

 

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের তালিকায় পুরুলিয়ার বড়ন্তীর স্থান জ্বলজ্বল করছে। আর এই বড়ন্তির অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য কে সামনে রেখে বর্ষবরণের দিনে অনুষ্ঠিত হল একটি মনোরম সাহিত্য সভা ও কবিতা পাঠের আসর। এই সভাটি অনুষ্ঠিত হয় স্ফুলিঙ্গ সাহিত্য পত্রিকা ও সাতুড়ী সানরাইজ নামে একটি সামাজিক মাধ্যমের পক্ষ থেকে। এদিন সাহিত্য আলোচনা, কবিতা ও সঙ্গীতের মধ্য দিয়ে বর্ষবরণের দিনটি সুন্দর ভাবে উদযাপিত হয়। এই অনুষ্ঠানে পুরুলিয়া ,বাঁকুড়া, আসানসোল এমনকি সুদূর ঝাড়খণ্ডের কবি ও সাহিত্য প্রেমীরা যোগদান করেন।

 

এই অনুষ্ঠানের উল্লেখযোগ্য উপস্থিতি হলো সন্মানীয় জলধর কর্মকার, দিগেন বর্মন,দয়াময় মন্ডল, নবারুণ মল্লিক, কবি অপর্ণা দেওঘরিয়া এবং অসংখ্য কবি ও সাহিত্যিক গণ। আয়োজক উজ্জ্বল গোপ জানান, মানভুমের উপেক্ষিত সাহিত্য উপাদান কে নতুনভাবে তুলে ধরাই এই সাহিত্য সভার মূল উদ্দেশ্য।
বিশেষ ভাবে উল্লেখ্য যোগ্য এই অনুষ্ঠানে কবি ও সাংবাদিক শান্তিপ্রিয় গুরু সম্পাদিত সাধনা পত্রিকাটি র এপ্রিল, 2022 সংখ্যাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। স্ফুলিঙ্গ পত্রিকার সম্পাদক উজ্জ্বল গোপ এবং শান্ত কুমার সরেন সুন্দর ও সাবলীল ভাবে সাহিত্য সভা ও কবিতা পাঠের আসর টি পরিচালনা করেন করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top