অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১ আহত একই পরিবারের ছয়

অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১ আহত একই পরিবারের ছয়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১ আহত একই পরিবারের ছয় । অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে পিকআপের ধাক্কায় মৃত্যু এক মহিলার ঘটনায় গুরুতর জখম শিশু সহ পরিবারের ছয় জন। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল-২ ব্লকের মালতীপুরের কালিগঞ্জ বাইপাস সড়কে। ঘটনাই গুরুতর জখম আহতদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন মালতিপুরের বিধায়ক তথা মালদা জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামসির ভাদো এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে সপরিবারে যোগ দিতে গিয়েছিলেন মালতী পুরের জালালপুর এলাকার একটি পরিবার। অনুষ্ঠান সেরে টোটোই করে বাড়ি ফিরছিলেন ওই পরিবারটি। ৮১ নম্বর জাতীয় সড়কের বাইপাসের রাস্তা ধরে দুটোই করে আসছিলেন ওই পরিবারটি। হঠাৎই মালতি পুরের কালীগঞ্জ এলাকায় চাঁচোলের দিক থেকে আসা একটি দ্রুত গতিতে পিকআপ ভ্যান ওই টোটো টিকে ধাক্কা মারে ঘটনায় টোটাল সমেত ছিটকে পড়েন টোটোই থাকা শিশু সহ যাত্রীরা।

আরও পড়ুন – ২ বছর হলেও এগোয়নি কাজ! চলছে ঝুঁকিপূর্ণ পারাপার চন্দ্রকোনায়

স্থানীয় বাসিন্দা সহ ট্রাফিক সিভিক ভলেন্টিয়ারেরা তড়িঘড়ি করে গুরুতর যখন ব্যক্তিদের মালতিপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে ঘটনায় তিন জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাস্তাতেই মৃত্যু হয় ওই পরিবারের এক মহিলার। বাকিরা মালতীপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস সূত্রে জানা গেছে,জখমরা হল ফজলুর রহমান (৫৫),নাজেমা বিবি(৪৫),সইদুর রহমান (৩২) একই পরিবারের সুবনা বিবি,সাহেব আলী, ও একবছরের কন্যা সন্তান ফামিদা।এবং জখম হয়েছেন ফিরোজা খাতুন।

এরা প্রত্যেকেই চাঁচল-২ নং ব্লকের জালালপুর ও মালতীপুর অঞ্চল এলাকার বাসিন্দা। এই ঘটনার খবর পেয়ে জখম ব্যক্তিদের হাসপাতালে দেখতে ছুটে যান মালতিপুরের বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন বিধায়ক পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানান তিনি। যদিও এই ঘটনায় ঘাতক গাড়িটি পলাতক রয়েছে পুলিশ তল্লাশি শুরু করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top