অবশেষে পুজোর চার দিন আগে বট লিফ ফ্যাক্টরির বোনাস চূড়ান্ত হল। অবশেষ ে পুজোর চার দিন আগে মঙ্গলবার বটলিফ চা ফ্যাক্টরির শ্রমিকদের বোনাস সহিসেলা হলো মাটিগাড়া টিপা অফিসে । এদিন ফ্যাক্টরির মালিকপক্ষ শ্রমিক সংগঠন এর মধ্যে একটি বোনাস নিয়ে বৈঠক হয়। বৈঠকে বটলিপ ফ্যাক্টরি শ্রমিকদের জন্য বোনাস ফয়সালা হয় ১৯. ৫০ শতাংশ হারে । এদিনের বৈঠকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
তৃণমূল চা শ্রমিক সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক দীপক রায় জানান এবারে শ্রমিকদের বোনাসের জন্য গেট মিটিং আন্দোলনও করা হয়েছিল। অবশেষে মালিকপক্ষ বোনাস নিয়ে বসার সিদ্ধান্ত নিলে গেদ মিটিং আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয় । মঙ্গলবার মাটিগাড়া টিপা অফিসে শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের বৈঠকে তা চূড়ান্ত ফয়সালা হয়। দীপক বাবু জানান বোনাস দেরিতে দেওয়ায় চা শ্রমিকরা পুজোর বাজার করতে পারেনি। বোনাস ফয়সালার খবর শুনতেই শ্রমিকরা খুশিতে ভরে যায়। দুই তিন দিনের মধ্যেই সমস্ত বট লিফ ফ্যাক্টরিতে শ্রমিকদের বোনাস দেওয়া হবে ।
আরও পড়ুন – মহালয়ায় তর্পণে ভিড় ফরাক্কার গান্ধি ঘাটে
উল্লেখ্য, অবশেষ ে পুজোর চার দিন আগে মঙ্গলবার বটলিফ চা ফ্যাক্টরির শ্রমিকদের বোনাস সহিসেলা হলো মাটিগাড়া টিপা অফিসে । এদিন ফ্যাক্টরির মালিকপক্ষ শ্রমিক সংগঠন এর মধ্যে একটি বোনাস নিয়ে বৈঠক হয়। বৈঠকে বটলিপ ফ্যাক্টরি শ্রমিকদের জন্য বোনাস ফয়সালা হয় ১৯. ৫০ শতাংশ হারে । এদিনের বৈঠকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তৃণমূল চা শ্রমিক সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক দীপক রায় জানান এবারে শ্রমিকদের বোনাসের জন্য গেট মিটিং আন্দোলনও করা হয়েছিল।
অবশেষে মালিকপক্ষ বোনাস নিয়ে বসার সিদ্ধান্ত নিলে গেদ মিটিং আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয় । মঙ্গলবার মাটিগাড়া টিপা অফিসে শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের বৈঠকে তা চূড়ান্ত ফয়সালা হয়। দীপক বাবু জানান বোনাস দেরিতে দেওয়ায় চা শ্রমিকরা পুজোর বাজার করতে পারেনি। বোনাস ফয়সালার খবর শুনতেই শ্রমিকরা খুশিতে ভরে যায়। দুই তিন দিনের মধ্যেই সমস্ত বট লিফ ফ্যাক্টরিতে শ্রমিকদের বোনাস দেওয়া হবে ।



















