অনুব্রত মামলায় এবার সিবিআইকে নোটিশ ইস্যু করল সুপ্রিম কোর্ট

অনুব্রত মামলায় এবার সিবিআইকে নোটিশ ইস্যু করল সুপ্রিম কোর্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
গরু পাচার মামলায় ফের তলব বীরভূমের এক তৃণমূল কাউন্সিলরকে

অনুব্রত মামলায় নয়া মোড়। অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের প্রেক্ষিতে সিবিআইকে নোটিস ইস্যু করল সুপ্রিম কোর্ট। অনুব্রত মণ্ডলের আইনজীবী মুকুল রোহতগী বলেন, ”এই কেসেই জড়িত অনেক কিংপিন ইতিমধ্যে জামিন পেয়েছেন। পাঁচটি চার্জশিট ফাইল হয়েছে। অনুব্রত মণ্ডল একমাত্র জেলে আছে। ১৪ মাস ধরে জেলে আছেন উনি।”এরপরই তদন্ত এখন কোন পর্যায়ে আছে, তা জানতে সিবিআইকে নোটিস ইস্যু করল সুপ্রিম কোর্ট। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বেলা এম ত্রিবেদীর এজলাসে এই শুনানি হয়।

আরও পড়ুনঃ তথাগতকে ভুলে ভাস্বরের সাথে নতুন পথ চলা শুরু দেবলীনার? নয়া ছবি ঘিরে শুরু বিতর্ক

এক বছরেরও বেশি সময় পার। গরু পাচার মামলায় এখনও জেলে বন্দি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গত বাইশের ১১ অগাস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে বীরভূমের নীচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই। এরপর দীর্ঘ সময় তিনি আসানসোল সংশোধনাগারে ছিলেন। এরপর মামলার পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল অনুব্রতকে। সেখান থেকেই আপাতত কেষ্টর ঠিকানা দিল্লির তিহাড় জেল।

 

সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের কড়া নেড়েছিলেন অনুব্রত মণ্ডল। বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। সুপ্রিম কোর্টে কি স্বস্তি পেতে পারেন অনুব্রত মণ্ডল? প্রশ্ন উঠছে তা নিয়ে। উল্লেখ্য, গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। এরপর তাঁকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করে ইডি-ও। আর এই তদন্তকারী সংস্থার হেফাজতেই দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল কেষ্টকে।নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। সুপ্রিম কোর্টে কি স্বস্তি পেতে পারেন অনুব্রত মণ্ডল? প্রশ্ন উঠছে তা নিয়ে। উল্লেখ্য, গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। এরপর তাঁকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করে ইডি-ও। আর এই তদন্তকারী সংস্থার হেফাজতেই দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল কেষ্টকে।

 

প্রাথমিক কয়েকদিনের ইডি হেফাজতের পরে অনুব্রত মণ্ডলকে তিহাড়ে পাঠানো হয়। শুধু অনুব্রত মণ্ডল নয়, তাঁর কন্যা সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করেছে ইডি। আপাতত সুকন্যাও তিহাড় জেলেই বন্দি। প্রাথমিক কয়েকদিনের ইডি হেফাজতের পরে অনুব্রত মণ্ডলকে তিহাড়ে পাঠানো হয়। শুধু অনুব্রত মণ্ডল নয়, তাঁর কন্যা সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করেছে ইডি। আপাতত সুকন্যাও তিহাড় জেলেই বন্দি।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top